পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 16, 2022, 10:57 PM IST

ETV Bharat / state

Huge Money Recovery in Howrah: আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ীর বাড়িতে ফের পুলিশি হানা, পলাতক অভিযুক্ত

আর্থিক জালিয়াতিতে নাম জড়িয়েছে হাওড়ার এক ব্যবসায়ীর (Howrah businessman accused of financial fraud) ৷ শনিবারের পর রবিবারও ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ (police raid in flat of Howrah Businessman) ৷

ETV Bharat
Police Raid in Howrah

হাওড়া, 16 অক্টোবর: ফের হাওড়ার শিবপুরের রিভার ডেল আবাসনে পুলিশের অভিযান । নকল চাবি তৈরী করে ফ্ল্যাটের ভিতরে রবিবার বিকেলে হানা দেন পুলিশ আধিকারিকরা ৷ এর আগেও এখান থেকে বিপুল পরিমাণে টাকা, সোনা, গয়না উদ্ধার হয়েছে (Police Raid in Howrah) ৷

রবিবার বিকেলে পুলিশ আধিকারিকেরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা তালাবন্ধ । এরপর নকল চাবি দিয়ে তালা খুলে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয় । কলকাতার হেয়ার স্ট্রিট থানার এই অভিযানে সহায়তা করে হাওড়া শিবপুর থানার পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে । তবে এই তদন্ত নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি ।

লোন পাইয়ে দেওয়ার নাম করে আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পান্ডের ৷ বর্তমানে ওই অভিযুক্ত পলাতক ৷ পুলিশ হানা দেওয়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে সে চম্পট দেয় বলে খবর ৷ পুলিশ সূত্রে খবর, হাওড়ার শিবপুরের রিভার ডেল নামক আবাসনের বাসিন্দা ওই ব্যবসায়ীর সুজুকি গাড়ি থেকে উদ্ধার হয়েছে দু'কোটি কুড়ি লাখ পঞ্চাশ হাজার টাকা । এছাড়াও উদ্ধার হয়েছে সোনা, রূপা ও হীরের গয়না । কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে । একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে এই বিপুল অর্থ ও গয়নার হদিশ পায় পুলিশ (police raid in flat of Howrah Businessman) ৷

আরও পড়ুন: 'শ্বশুড়াল সিমার কা' খ্যাত অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে কানাড়া ব্যাংকের তরফ থেকে লালবাজারে একটি অভিযোগ জানানো হয়, তাদের এক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে ৷ এরপর লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড ইউনিটের সদস্যরা তদন্ত শুরু করেন ৷ 14 অক্টোবর এই অভিযোগ দায়ের হয় ৷ তদন্তে নেমে বিপুল পরিমাণে টাকা ট্রানজাকশন হওয়া ওই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেয় পুলিশ ৷ এরপরই ওই ব্যাঙ্কের তরফ থেকে শৈলেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করা হয় ও মামলা দায়ের হয় (Howrah businessman accused of financial fraud) ৷

ABOUT THE AUTHOR

...view details