লিলুয়া, 22 ফেব্রুয়ারি : ATM - এ দুঃসাহসিক ডাকাতি ৷ গত রাতে গ্যাস কাটার দিয়ে কয়েক লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ লিলুয়ার একটি বেসরকারি বাঙ্কের ATM - এর ঘটনা ৷ আজ সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে ৷ তারাই খবর দেন লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর আউট পোস্টে ৷
লিলুয়ায় ATM ডাকাতি, তদন্তে পুলিশ - ATM - এর CCTV ফুটেজ
আজ সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে ৷ তারাই খবর দেন লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর আউট পোস্টে ৷ এরপর ঘটনাস্থানে পুলিশ আসে ও ATM টি খতিয়ে দেখে ৷
লিলুয়ায় ATM - এ ডাকাতি, তদন্তে পুলিশ
ঘটনাস্থানে পুলিশ আসে ও ATM টি খতিয়ে দেখে ৷ ঘটনাস্থান পরিদর্শনে আসেন হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার নর্থ অংশুমান সাহা ৷
রাস্তার ধারে ওই ATM-এ নিরাপত্তারক্ষী ছিলেন না ৷ সেই সুযোগেই গতরাতে টাকা নিয়ে চম্পট দেয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ ৷ তদন্তের জন্য আশেপাশের ও ATM - এর CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷