পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসামি নিয়ে ফেরার পথে হঠাৎ গুলি, লুটিয়ে পড়লেন কনস্টেবল - police

আসামি নিয়ে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

gun

By

Published : Jun 19, 2019, 6:10 AM IST

কলকাতা, 19 জুন: ফিরছিলেন আসামি নিয়ে । বর্ধমান থেকে । পুলিশের গাড়ি যখন দ্বিতীয় হাওড়া ব্রিজে, তখন সহকর্মীরা হঠাৎ গুলির আওয়াজ শুনলেন । দেখেন গাড়িতে লুটিয়ে পড়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল । মাথায় গুলির ক্ষত । SSKM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ডোমজুড়ের বাসিন্দা তরুণকুমার মান্ডি কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সে কর্মরত ছিলেন । আজ সন্ধ্যায় ফিরছিলেন বর্ধমান থেকে আসামি নিয়ে । সেই সময় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি ছিটকে মাথায় লাগে । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । সহকর্মীরা তাঁকে SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনাটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ। অসমর্থিত সূত্রে জানা গেছে, মানসিক অবসাদে ভুগছিলেন তরুণ । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details