ডোমজুড়, 15 মে: হাওড়ার ডোমজুড়ে রবিবার সকালে গুলি চালিয়ে এক দুষ্কৃতীকে খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ (Police arrests one in Domjur anti social murder case) । ঘটনার 6 ঘণ্টার মধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ ৷ স্থানীয় বাসিন্দাদের থেকে পাওয়া তথ্য যাচাই করে এই দুষ্কৃতীকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ । পুরনো শত্রুতার জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ৷ তবে ঘটনাস্থলে এদিন আরও 3-4 জন দুষ্কৃতী ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷
Anti Social killed in Domjur : ডোমজুড় খুন কাণ্ডে ধৃত 1, পুলিশের ধারণা পুরনো শত্রুতার জেরেই গুলি - ডোমজুড় খুন কাণ্ডে ধৃত 1
রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ে গুলি করে খুন করা হয় তাপস দলুই নামে এক দুষ্কৃতীকে (Anti Social killed in Domjur) ৷
আরও পড়ুন : ডোমজুড়ে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতীকে, ধৃত 1
এদিন সকালে হাওড়া ডোমজুড়ে গুলি চালিয়ে খুন করা হয় তাপস দলুই ওরফে কাক তাপস নামে এক দুষ্কৃতীকে (Anti Social killed in Domjur) । তাপস দলুইের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ডোমজুড় থানায় ৷ সম্প্রতি এক মামলায় সে জেলেও খাটে ৷ দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পায় কাক তাপস ৷ পুরনো শত্রুতার জন্যই এই খুন বলে তদন্তকারীদের মনে করছেন ৷ এদিন সকালে বাজার করতে বেরিয়েছিল তাপস । স্কুটি নিয়ে মেইন রোডে উঠতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ ৷