হাওড়া, 29 মে : চোলাই মদের ঠেকে অভিযানে গিয়ে আবগারি দফতরের আধিকারিক ও পুলিশ কর্মীদের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ এই ঘটনাটি হাওড়ার গ্রামীণ এলাকার উলুবেড়িয়া হাটগাছা দু’নম্বর অঞ্চলের আমতলায় ঘটেছে শনিবার ৷
ওই এলাকায় অবৈধ চোলাই বিক্রির বহু অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরেই । আজ উলুবেড়িয়া থানার পুলিশ ও জেলা আবগারি দফতরের কর্মীরা যৌথ অভিযান চালায় এলাকায় । ঘটনাস্থলে পৌঁছানোর পরই স্থানীয় গ্রামের বাসিন্দারা তাঁদের উপরে হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় আহত হন আবগারি দফতরের তিনজন কর্মী ।