পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Babul Supriyo : বাঙালিদের বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী , বিস্ফোরক বাবুল - প্রধানমন্ত্রীকে আক্রমণ বাবুলের

দিন কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ তারপরই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷

Babul Supriyo
'প্রধানমন্ত্রী বাঙালিদের বিশ্বাস করেন না', বিস্ফোরক মন্তব্য বাবুলের

By

Published : Sep 29, 2021, 5:55 PM IST

Updated : Sep 29, 2021, 6:10 PM IST

হাওড়া, 29 সেপ্টেম্বর : "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঙালিদের বিশ্বাস করেন না ।" বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরেই এই বোমা ফাটালেন মোদি মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ বিজেপি ছেড়ে সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল ৷

এদিন, হাওড়া স্টেশনে নেমে বাবুল সুপ্রিয় বলেন, "মানুষের জন্যে মমতাদি'র নেতৃত্বে কাজ করতে পারলে ভালই হবে ।" এরপরই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী বাঙালিদের বিশ্বাস করেন না । এই সাত বছরে বাংলা থেকে কাউকে কেন্দ্রে পূর্ণ মন্ত্রী বা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়নি ৷ " তবে কি ঘুরিয়ে প্রধানমন্ত্রীকে বাঙালি বিদ্বেষী বললেন বাবুল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি বাবুলের সংযোজন, বাংলা থেকে যাঁরা বিজেপিতে গিয়ে জিতেছিলেন, তাঁদের সঙ্গে কোনও ভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছে না ৷ এটাও তিনি উপলব্ধি করেছেন । এই প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন । বিজেপি সাংসদ হিসেবে নিজের পদ থেকে পদত্যাগের বিষয়ে বাবুল সুপ্রিয় এদিন বলেন, তিনি লোকসভার স্পিকারের কাছে সময় চেয়েছেন নিজের পদত্যাগ পত্র দেওয়ার জন্য ৷ কিন্তু এখনও সময় পাননি ।

আরও পড়ুন :Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

ভবানীপুরের উপনির্বাচন নিয়েও এদিন মুখ খুলেছেন বাবুল ৷ বলেছেন, ভবানীপুরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত । ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগবে না । উল্লেখ্য, কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয় । সেই সময়ে তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিশানা করেন । পরে দিলীপও এর পাল্টা দেন বাবুলকে । কটাক্ষ করে বলেন, "ঝালমুড়ি উনি 5 বছর আগে খেয়েছিলেন । তার প্রভাব এখন পড়েছে । যে দলে গিয়েছেন, সেটা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই । বাবুল যাওয়াতে আসানসোলের লোকেরা মিষ্টি খেয়েছেন । বোঝাই যাচ্ছে জনগণের সঙ্গে তাঁর কী সম্পর্ক ছিল । তিনি বলছেন, খেলার সুযোগ পাননি । আমরা তো তাঁকে স্ট্রাইকার করেছিলাম । গোল দিতে পারেননি, এটা তো আমাদের ব্যর্থতা নয় । তিনি আমাদের টিমের স্ট্রাইকার ছিলেন । টালিগঞ্জে হেরে গেলেন।"

হাওড়া স্টেশনে নেমে বাবুল সুপ্রিয় এদিন বলেন, "মানুষের জন্যে মমতা দি'র নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে ।"

বাবুল সুপ্রিয় দলবদল করলেও অন্তত প্রকাশ্যে বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপি । তবে ইতিমধ্যেই আসানসোলের উপ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেরুয়া শিবিরে । আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে আগেই করেছেন ঘোষণা বাবুল সুপ্রিয় । আর তেমনটা হলে আগামী 6 মাসের মধ্যে উপনির্বাচন হবে ওই কেন্দ্রে । আসানসোলের দলীয় নেতা কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেছেন, "বাবুল সুপ্রিয় তৃণমূলে যাওয়ায় বিজেপির কোনও ক্ষতি হবে না, বরং লাভ হবে । যাঁরা বিজেপির সঙ্গে আছেন তাঁরা আদর্শ নিয়ে রয়েছেন । কাটমানি যাঁদের উদ্দেশ্য তাঁরা তৃণমূল করবেন ৷ আর যাঁরা ভারত মাতার সন্তান তাঁরা বিজেপি করবেন ।"

Last Updated : Sep 29, 2021, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details