শিবপুর (হাওড়া), 13 মার্চ: হাজার ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ কিন্তু, হঠাৎই শিবপুর বিধানসভার জগাছা থানার আড়ুপাড়া সুভাষনগরে মন্ত্রীর গাড়ি আটকালেন স্থানীয়রা (People Stop Convoy of State Minister Manoj Tiwary) ৷ আর তাঁদের সকলের হাতেই ছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ এমনই আশ্চর্য ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে ৷ কিন্তু, কেন ? তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের একটাই দাবি, রাস্তা ৷ এলাকার বেশির ভাগ রাস্তাই খারাপ বলে অভিযোগ করেন স্থানীয়রা ৷ সেই অভিযোগ পেয়ে রাস্তার পরিস্থিতি খতিয়েও দেখেন মনোজ তিওয়ারি ৷ আশ্বাস দিয়েছেন, দ্রুত তাঁদের সমস্যার সমাধান করবেন ৷
রবিবার বিকেলে শিবপুর বিধানসভার বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি কনভয় জগাছা থানার আড়ুপাড়া সুভাষনগর দিয়ে যাচ্ছিল ৷ পুলিশের কনভয় থাকায় স্থানীয়রা আগেই জানতে পেরেছিলেন যে, মন্ত্রী সেখান দিয়ে যাচ্ছেন ৷ তাই আগে থেকেই তৈরি ছিলেন তাঁরা ৷ মনোজ তিওয়ারির গাড়ি সুভাষনগরে পৌঁছাতেই কনভয়ের সামনে চলে আসেন সকলে ৷ তাঁদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা ৷ তৃণমূলের পতাকা হাতে তাঁর কনভয় আটকানো হয়েছে দেখে, গাড়ি থেকে নেমে আসেন মনোজ ৷ জানতে চান কী হয়েছে ?