হাওড়া, 25 সেপ্টেম্বর: 'গোত্রে অস্মতপিতা দেব শর্মা বসুরূপৎ তৃপ্যতমিদং তিলোদকম গঙ্গা জলং'-এই মন্ত্রেই আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত রয়েছে । আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত ।
আজ মহালয়া ৷ সূর্যোদয়ের পূর্বেই ভোর থেকে সর্বত্র শুরু হয়েছে তর্পণ । গঙ্গা তো বটেই, অন্য নদীর ঘাটেও সকাল থেকে শুরু হয়েছে তর্পণ । পিতৃপুরুষদের তৃপ্ত করতে ভিড় বিভিন্ন ঘাটে ঘাটে । বালি থেকে শিবপুর হয়ে হাওড়ার প্রতিটি গঙ্গার ঘাটেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে (People perform tarpan in various ghats of Howrah) । রয়েছে কড়া নিরাপত্তাও । প্রস্তুত রয়েছে পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশও (police surveillance) ।
হাওড়ায় গঙ্গার 20টির বেশি ঘাটে তর্পণের জন্য ভিড় করেন সাধারণ মানুষ । তার মধ্যে উল্লেখযোগ্য শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া ময়দানের তেলকল ঘাট, সালকিয়ার বাধাঘাট, ঘুসুড়ির গোসাইঘাট, শিবপুরের শিবপুর ঘাট-সহ একাধিক জায়গা ৷ এ দিন কয়েকশো জনসমাগম হয় । পিতৃপুরুষের উদ্দেশ্যে চলে তর্পণ ।