হাওড়া, 26 এপ্রিল: সরকারি নির্দেশিকা অনুযায়ী হাওড়া রেড জ়োন বা হটস্পট । রাজ্যের সবচেয়ে বেশি কোরোনা আক্রান্তের সংখ্যা এখানেই । কিন্তু তাতে কী ? মানুষের মধ্যে সচেতনতার লেশ মাত্র নেই । সংক্রমণের ভয়কে তুড়ি মেরে উড়িয়ে হাওড়ার বাজারে ভিড়ের ছবি বারবার স্পষ্ট হয়ে উঠছে । আবারও আজ হাওড়ার একটি বাজারে এমনই এক দৃশ্য দেখে যে কেউ শিউরে উঠবেন । প্রশ্ন উঠছে, হাওড়া যে রেড জ়োন তা কি একেবারেই ভুলে গেছেন মানুষ ? কারণ উপচে পড়া ভিড় হয়েছে বললেও কম বলা হয় । কমপক্ষে 10000 মানুষের ভিড়ে ঠাসা থেকেছে ধূলাগড় ট্রাক টার্মিনাল বাজার । সেই সঙ্গে শ'য়ে শ'য়ে গাড়ির ভিড় লকডাউনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য ।
রেড জ়োন নামেই, হাওড়ার বাজারে কমপক্ষে 10 হাজার মানুষ !
হাওড়া রেড জ়োন । কিন্তু সেসব ভুলে গিয়ে বাজার এলাকায় মানুষের ভিড় এখন তুঙ্গে । পাইকারি বাজার থেকে সবজি কিনে পরে তা বিক্রি করার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ ।
লকডাউনের কারণে প্রায় সমস্ত মার্কেট বন্ধ । ফলে একপ্রকার কর্মহীন কয়েক হাজার মানুষ । পেশা বদলেছেন অনেকেই । বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন সবজি বিক্রিকে। রাজমিস্ত্রি থেকে শুরু করে কলমিস্ত্রি, ছুতোর থেকে জুটমিল কর্মী, লকডাউনের ধাক্কায় আজ অনেকেই সবজি বিক্রেতা । আর এর জেরেই ধুলাগড় ট্রাক টার্মিনালের পাইকারি বাজারে হাজারে হাজারে মানুষ ভিড় জমাচ্ছেন সবজি কেনার জন্য । সাধারণ মানুষের বাড়ির সামনে যাঁরা বিক্রেতা, এই বাজারে তাঁরাই হচ্ছেন ক্রেতা । এই বাজার থেকেই পাইকারি দরে সবজি কিনে নিয়ে গিয়ে বিক্রি করছেন পরে । ফলে গাড়িবোঝাই করে সবজি আনার জন্য শ'য়ে শ'য়ে গাড়ি ঢুকছে ট্রাক টার্মিনালে । আর এই ভিড় থেকে যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল তা একবাক্যে মানছেন সবাই । পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতেই চলছে এই ধরনের বাজার ।
কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই ভিড় ? ট্রাক টার্মিনালের ম্যানেজার মানিক রায়ের কথায়, "ধূলাগড়ের এই বাজার থেকে কলকাতা, মেদিনীপুর, হুগলি, হাওড়া সর্বত্র সবজি যায় । ফলে এমনি সময়তেই যথেষ্ট ভিড় হয় । এখন খুচরো সবজি বিক্রেতা বেড়ে যাওয়ায় ভিড় একলাফে অনেকটাই বেড়েছে । প্রশাসন এই বাজার অবিলম্বে অন্যত্র না সরালে এখান থেকেই সংক্রমণ ছড়াবে ।" সমস্যার শেষ নয় এখানেই । এই ভিড়ের মাঝে মাস্ক, স্যানিটাইজ়ার, সামাজিক দূরত্ব এসবই কেমন যেন কল্পনাতীত । গোটা ছবিটাই স্বাভাবিক সময়ের মতোই । এই বিষয়ে ডেপুটি কমিশনার (হেড কোয়ার্টার্স) জানান, "আশপাশের সব বাজার বন্ধ থাকার কারণে অত্যাধিক ভিড় হচ্ছে । আমরা RAF পাঠিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করব । বাজারটি বিকল্পভাবে চালানো যায় কি না সেটি নিয়েও অলোচনা করব বাজার কমিটি ও ট্রাক টার্মিনাল কর্তৃপক্ষের সঙ্গে । আপাতত পুলিশ পাঠানো হচ্ছে ।"