হাওড়া, 28 ডিসেম্বর : 1 ডিসেম্বর থেকে দেশের টোল প্লাজ়াগুলিতে চালু হচ্ছে ফাস্ট-ট্যাগ পরিষেবা ৷ ব্যক্তিগত ও বাণিজ্যিক দু'ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ ৷ অন্যথায় জরিমানা হবে ৷ জাতীয় সড়কে টোল প্লাজ়াগুলির কাজকর্ম ক্যাশলেস করতে ও যানজট কমাতে এই ব্যবস্থা ৷ তবে ফাস্ট-ট্যাগ রিচার্জের পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে হাওড়ার টোল প্লাজ়াগুলিতে ৷
ফাস্ট-ট্যাগ নিয়ে নিজেদের সমস্যার কথা জানালেন সাধারণ মানুষ গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট-ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির QR কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে ৷ ফলে নগদে লেনদেন হবে না । এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে ৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের ৷ রিচার্জ করার ক্ষেত্রে UPI বা PTM-র সুবিধা নেওয়া যাবে । প্রশাসন জানিয়েছে, www.kinetic.fastag.com ওয়েবসাইটে গিয়ে ইউজ়ার ID ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফাস্ট-ট্যাগ রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের । ইতিমধ্যে ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন শুরু হয়েছে টোল প্লাজ়াগুলিতে ।
আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ
হাওড়ার টোল প্লাজ়াগুলিতে এখন মূলত 600, 700 এবং 900 টাকার ট্যাগ দেওয়া হচ্ছে । 10 চাকা গাড়িতে 900 টাকার ট্যাগ লাগাতে হচ্ছে, যার মধ্যে 300 টাকা এই মুহূর্তে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স হিসেবে দেওয়া হচ্ছে । 100 টাকা কাটা হচ্ছে কার্ডের ফি বাবদ । বাকি 500 টাকা ফেরতযোগ্য । ছোট গাড়ির ক্ষেত্রে লাগছে 600 টাকা । এক্ষেত্রে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স দেওয়া হচ্ছে 100 টাকা । কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে । অভিযোগ, ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন হচ্ছে গাড়ির প্রথম মালিকের নামে । তা ছাড়া প্রচারের অভাবে গোটা বিষয়টি নিয়ে অনেকের মধ্য়ে সম্যক ধারণাও নেই ।
আরও পড়ুন : পূর্ব বর্ধমানে শুরু ফাস্ট-ট্যাগ পরিষেবার কাজ
এই ট্যাগ লাইফটাইম । প্রয়োজনমতো প্রিপেইড রিচার্জ করলেই অনলাইনে টোল দিতে পারবেন চালকরা । তবে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি এই ট্যাগের আওতার বাইরে রাখা হচ্ছে । ট্যাগ নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ প্রয়োজন । পুনর্নবীকরণের সময়সীমা এক বছর ।