পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ার সরকারি কোভিড হাসপাতাল থেকে উধাও রোগী - কোভিড-19

হাওড়ার সরকারি কোভিড হাসপাতাল থেকে উধাও রোগী ৷ নিখোঁজ ওই ব্যক্তির নাম স্বপন ঘোষ (72) ৷ বাড়ি হাওড়ারই বাজে শিবপুর এলাকায় ৷ ঘটনার জেরে কোভিড হাসপাতালের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ খতিয়ে দেখার আশ্বাস সিএমওএইচের ৷

wb_hwh_01_covid patient escape_wb10026
হাওড়ার সরকারি কোভিড হাসপাতাল থেকে উধাও রোগী

By

Published : Apr 24, 2021, 6:20 PM IST

হাওড়া, 24 এপ্রিল : সরকারি হাসপাতাল থেকে উধাও কোভিড আক্রান্ত বৃদ্ধ ৷ কাঠগড়ায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাল্টিকুরি ইএসআই হাসপাতালে ৷ যা বর্তমানে করোনার চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে ৷

হাসপাতাল সূত্রে খবর, নিখোঁজ ওই ব্যক্তির নাম স্বপন ঘোষ (72) ৷ বাড়ি হাওড়ারই বাজে শিবপুর এলাকায় ৷ স্বপনের পরিবারের তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে গত 20 এপ্রিল তাঁকে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় স্বপনকে বাল্টিকুরির এই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের তরফে রোগীর আত্মীয়দের বলা হয়, দু-একদিন পরে তাঁর সম্পর্কে খোঁজ নিতে ৷

সেই মতো, গত 23 এপ্রিল রাতে রোগী সম্পর্কে জানতে হাসপাতালে ফোন করেন স্বপন ঘোষের বাড়ির সদস্যরা ৷ তাঁদের জানানো হয়, 22 তারিখই ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ! সেক্ষেত্রে রোগীর সন্ধান না পেলে তাঁরা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ৷

আরও পড়ুন :ইসলামপুর করোনা হাসপাতালে ঠিকাকর্মীদের কর্মবিরতি

এরপর সেই রাতেই পরিবারের সদস্যরা বাঁকড়া ফাঁড়িতে যোগাযোগ করেন ৷ সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন তাঁদের ফাঁড়িতে পৌঁছনোর প্রায় 10 মিনিট আগেই হাসপাতালের তরফে স্বপনের নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, 31 নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন স্বপন ৷ গত 22 এপ্রিল নিখোঁজ হয়ে যান তিনি ৷ এরপর বারবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা ৷ কিন্তু ঘরের মানুষের খোঁজ আর মেলেনি ৷

এই বিষয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন, বিষয়টি তাঁর অজানা ৷ তবে তিনি বিস্তারিত খোঁজ নেবেন ৷ প্রয়োজনে তদন্তের নির্দেশ দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details