পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Passengers Railway Demonstration : দক্ষিণ-পূর্ব রেলের নলপুরে ট্রেন অবরোধ, ভোগান্তি নিত্যযাত্রীদের - Nalpur station in South Eastern Railway

কোভিড-পূর্ববর্তী সময়ে যেরকম ভাবে ট্রেন চলত ৷ সেই অনুযায়ী নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালাতে হবে, দাবিতে রেললাইনে নামলেন যাত্রীরা (Passengers Railway Demonstration) ৷

Protest at Nalpur Station
নলপুর স্টেশনে অবরোধ

By

Published : Mar 1, 2022, 11:57 AM IST

হাওড়া, 1 মার্চ :নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবিতে রেললাইন অবরোধ করল স্থানীয়রা ৷ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে এই অবরোধ চলছে ৷ যাত্রীরা ট্রেন লাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান । রেল কর্মীদের সঙ্গেও তাদের বচসা শুরু হয় । রেলের তরফে বারবার মাইকিংয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও কর্ণপাত করেননি বিক্ষুব্ধ বাসিন্দারা (Passengers demonstrate at Nalpur station in South Eastern Railway) ।

অবরোধের জেরে নলপুর স্টেশন-সহ বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ জানান, সকাল 6.20 মিনিট থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশনে রেল অবরোধ করেন । তাঁদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা রাজি হচ্ছেন না । পরিস্থিতিতে নজর রাখা হয়েছে । আপাতত কোনও ট্রেন বাতিলের সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি ৷ তবে অবরোধের জেরে ট্রেন চলাচলে দেরি হতে পারে, জানিয়েছেন কেএস আনন্দ ।

আরও পড়ুন : Train Passengers Protest: লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে নলপুরে বিক্ষোভ যাত্রীদের

এই প্রসঙ্গে ট্রেন অবরোধকারী যাত্রী সুজা দাস জানান, পর্যাপ্ত পরিমাণে ট্রেন চালাতে হবে । এখন সংখ্যায় অনেক কম ট্রেন চলছে । কোভিডের আগে যত সংখ্যক ট্রেন চালু ছিল, তা কমে গিয়েছে । এতে ভিড় হচ্ছে ও নিত্যযাত্রীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে । অবিলম্বে বেশি সংখ্যায় নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবি জানান তিনি ।

আরেক বিক্ষোভকারীর অভিযোগ, সকালের দিকে ট্রেনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে । এতে যাতায়াতের অসুবিধা হচ্ছে । এখুনি ভোরের ট্রেন বাড়াতে হবে, দাবি তাঁর । উল্লেখ্য এর আগেও কলকাতা লাগোয়া জেলাগুলিতে লোকাল ট্রেন চালু হলেও নলপুর স্টেশনে ট্রেন না থামায় যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং ট্রেন অবরোধ করেছিলেন । তবে নলপুর স্টেশনে ট্রেন না দাঁড়ানোর কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি রেলের পক্ষ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details