হাওড়া, 1 মার্চ :নির্দিষ্ট সময় সূচি মেনে ট্রেন চালানোর দাবিতে রেললাইন অবরোধ করল স্থানীয়রা ৷ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় নলপুর স্টেশনের কাছে এই অবরোধ চলছে ৷ যাত্রীরা ট্রেন লাইনে নেমে লোকাল ট্রেন দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান । রেল কর্মীদের সঙ্গেও তাদের বচসা শুরু হয় । রেলের তরফে বারবার মাইকিংয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও কর্ণপাত করেননি বিক্ষুব্ধ বাসিন্দারা (Passengers demonstrate at Nalpur station in South Eastern Railway) ।
অবরোধের জেরে নলপুর স্টেশন-সহ বিভিন্ন স্টেশনে লোকাল ও দূরপাল্লার সব মালগাড়ি ট্রেন আটকে পড়েছে । দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কে এস আনন্দ জানান, সকাল 6.20 মিনিট থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশনে রেল অবরোধ করেন । তাঁদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা রাজি হচ্ছেন না । পরিস্থিতিতে নজর রাখা হয়েছে । আপাতত কোনও ট্রেন বাতিলের সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়নি ৷ তবে অবরোধের জেরে ট্রেন চলাচলে দেরি হতে পারে, জানিয়েছেন কেএস আনন্দ ।