হাওড়া, 6 অগস্ট : দুই বাসের সঙ্গে রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায় (Howrah Accident) । জগৎবল্লভপুরে নয়ানজুলিতে পড়ে গেল একটি বাস (Bus Accident)। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে ৷ আরও কোনও যাত্রীর বিপদ হয়েছে কি না, তার খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি ঘোড়দহ থেকে হাওড়ার দিকে আসছিল । জগত্বল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায় । স্থানীয়রা হাত লাগান উদ্ধারকাজে । দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে । আহত হয়েছেন বেশ কয়েকজন ৷
আরও পড়ুন:রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
পুলিশ জানতে পেরেছে, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটির চাকা ফেটে যায় । তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় । বাসটিকে তোলার জন্য ক্রেন আনা হয়েছে । নয়ানজুলি থেকে বাসটি তোলার কাজ চলছে ।