পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 15, 2019, 10:11 PM IST

Updated : Jun 15, 2019, 10:57 PM IST

ETV Bharat / state

"হুমকি ফোন আসেনি", জানালেন পরিবহর দাদা

পরিবহর পিসতুতো দাদা সঞ্জিত চট্টোপাধ্যায়ের জানিয়েছেন, "কেউ এরকম হুমকি দেয়নি । সব মিথ্যা প্রচার হচ্ছে ।" তাঁর আবেদন, এবিষয়ে রাজনীতি আনা উচিত নয় ।

পরিবহ মুখার্জি

উলুবেড়িয়া, 15 জুন : NRS ইশুতে উত্তাল গোটা রাজ্য। অবস্থান বিক্ষোভ, কর্মবিরতি আর গণইস্তফা মিলিয়ে প্রায় অচল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা । এরই মাঝে একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিতর্ক তুঙ্গে ।

'জুনিয়র ডক্টরস ইউনিটি' নামক একটি ফেসবুক পেজের তরফে পোস্ট করা হয় যে জখম পরিবহর পরিবারকে প্রতিদিন ফোনে হুমকি দেওয়া হচ্ছে । সেই পোস্টের বয়ান এই রকম, 'পরিবহর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে সরকারের হয়ে কথা বলার জন্য ।' তবে কারা হুমকি দিচ্ছে তা নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি পোস্টে ।

এবিষয়ে ETV ভারতের তরফে পরিবহর পিসতুতো দাদা সঞ্জিত চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় । তিনি বলেন, "কেউ এরকম হুমকি দেয়নি । সব মিথ্যা প্রচার হচ্ছে ।" তাঁর আবেদন, এবিষয়ে রাজনীতি আনা উচিত নয় ।

Last Updated : Jun 15, 2019, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details