হাওড়া, 10 অগাস্ট : ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালে ও ডালে পোকা পাওয়া গেছে বলে অভিযোগ ৷ ঘটনায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন অভিভাবকরা । ওই কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন তাঁরা ।
আজ সকালে ডোমজুড়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ছোলা দেওয়ার কথা ছিল । সেকারণে অভিভাবকরা ওই কেন্দ্রে আসেন । কথা মতো তা দেওয়াও শুরু হয় । কিন্তু, চাল, ডাল ও ছোলায় পোকা পাওয়া গেছে বলে অভিযোগ । তখন অভিভাবকরা খাদ্যসামগ্রী নিতে অস্বীকার করেন ৷ বিক্ষোভও দেখাতে থাকেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ডোমজুড় থানার পুলিশ । আসেন ডোমজুড়ের BDO রাজা ভৌমিকও ।