হাওড়া, 2 মার্চ : আরও একটি অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা ৷ আর এবার আরও জটিল অঙ্গ প্রতিস্থাপন ৷ কারণ 13 বছরের এক কিশোরের শরীরে প্রতিস্থাপন করা হবে হৃদযন্ত্র ৷ গতকাল বছর 21-র এক যুবকের কলকাতার বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় ৷ তাঁর মৃত্যুর পর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন ৷ এর পরেই তড়িঘড়ি 18 কিলোমিটারের গ্রিন করিডর তৈরি করে কলকাতা থেকে হাওড়ার এক বেসরকারি হাসাপাতালে সেই হৃদযন্ত্র নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন : ব্রেন ডেথে অঙ্গদানের সিদ্ধান্ত, কলকাতা থেকে ফুসফুস যাচ্ছে হায়দরাবাদে