সালকিয়া (হাওড়া), 27 এপ্রিল : লকডাউনের মধ্যেও সক্রিয় রয়েছে অনলাইন প্রতারণা চক্র । যার থেকে বাদ পড়লেন না পশুপ্রেমীও । হাওড়ার সালকিয়ার ঘটনা । আহত এক সারমেয়র চিকিৎসা করাতে গিয়ে প্রতারণার শিকার হলেন সালকিয়ার এক পশুপ্রেমী ।
লকডাউনেও সক্রিয় অনলাইন প্রতারণা চক্র, প্রতারিত পশুপ্রেমী
অনলাইনে সারমেয়র চিকিৎসা করাতে গিয়ে প্রতারণা চক্রের শিকার হলেন হাওড়ার বাসিন্দা ।
একটি সারমেয়কে ধাক্কা মারে একটি গাড়ি । রাজীব লোধ নামে ওই পশুপ্রেমী সারমেয়টিকে উদ্ধার করে । এরপর তার চিকিৎসার জন্য অনলাইনে চিকিৎসকের খোঁজ করেন রাজীব । সালকিয়া রেড জো়নে থাকায় নিজের পক্ষে বেরিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি তাঁর । তাই অনলাইনেই খোঁজ করেন । মিলেও যায় একটি পশু চিকিৎসা সংস্থার খোঁজ । উত্তরপ্রদেশের নয়ডায় থাকা ওই সংস্থা রাজীববাবুকে চিকিৎসার আশ্বাস দেয় । সংস্থার পক্ষ থেকে জানানো হয় তাদের একটি শাখা অফিস রয়েছে হাওড়া ব্রিজের কাছে । এরপর রেজিস্ট্রেশন ফি বাবদ রাজীববাবুকে 5 টাকা ট্রান্সফার করতে বলা হয় ওই সংস্থার তরফে । এর জন্য তাঁর কাছে পাঠানো হয় একটি লিঙ্ক । তাতে নাম , টাকা এবং সর্বশেষ UPI কোড চাওয়া হয় ।
সেই লিঙ্ক মারফত ফর্মটি ফিলআপ করার সময় UPI কোড চাওয়া হচ্ছে দেখে সন্দেহ হয় রাজীববাবুর । এরপর তিনি ওই পেজ থেকে বেরিয়ে আসেন। কিন্তু ওই লিঙ্কটি খোলার দু'ঘণ্টার মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে 5000 টাকা কেটে নেয় ওই সংস্থা । এরপরই ওই পশুপ্রেমী ঘটনাটি নিয়ে স্থানীয় মালিপাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করেন । বিষয়টি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইমে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।