পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধুর সঙ্গে বচসায় খুন ব্যক্তি - muirdre on bishwakarma pujo

বিশ্বকর্মা পুজোর দিন সকালে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথ সিং ৷ তাই প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বাধাঘাট তাড়ির ঠেকে গিয়েছিলেন তিনি ৷ দুই যুবকের সঙ্গে অশান্তি শুরু হয় বিশ্বনাথের ৷

dead man

By

Published : Sep 18, 2019, 9:39 PM IST

হাওড়া , 18 সেপ্টেম্বর : পরিবারের সঙ্গে সময় ভালোই কাটছিল বিশ্বনাথ সিংয়ের ৷ বিশ্বকর্মা পুজোর দিন সকালে মেয়ের জন্য মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি ৷ কিন্তু শেষ পরিণতি ভালো হল না ৷ তাঁকে খুনের অভিযোগ উঠল তাঁর বন্ধুদের বিরুদ্ধেই৷ হাওড়ার 46/3 কালিতলা লেনের বাসিন্দা বিশ্বনাথ সিং (45) পেশায় একজন রাজমিস্ত্রি ৷

আজ বিশ্বকর্মা পুজো৷ তাই প্রতিবেশী দুই যুবকের সঙ্গে বাধাঘাট তাড়ির ঠেকে গিয়েছিলেন তিনি ৷ সেখানে গণেশ ও ঝুম গুপ্ত নামে দুই যুবকের সঙ্গে অশান্তি শুরু হয় বিশ্বনাথের ৷ হাতাহাতিও হয় ৷ অজ্ঞান হয়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় তাঁর ৷ তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷ বিশ্বনাথ ইতিমধ্যে মারা গেছেন এই আশঙ্কা করে তাঁর বন্ধুরা তাঁকে হাসপাতালে নিয়ে যান না ৷ বাড়িতে ফিরিয়ে এনে তাঁকে ঘরে বন্ধ করে পালিয়ে যান বন্ধুরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ৷ গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details