হাওড়া, 10 অগস্ট : শহরে ফের বাসের বেপরোয়া গতির শিকার দু'জন ৷ দ্বিতীয় হুগলি সেতুতে বাসের রেষারেষিতে মৃত্যু হল এক বাইক চালকের ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অপর এক আরোহী । ঘাতক বাসটিকে আটক করেছে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ ৷ যদিও বাসের চালক ও খালাসি পলাতক ৷
পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি এক্সাইড রুটের একটি বাস কলকাতা থেকে আসছিল । দ্বিতীয় হুগলি সেতুতে আসার সময় অপর একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে যাওয়ার সময় সেখানে থাকা একটি বাইকে ধাক্কা মারে ৷ মাঝে থাকায় একটি বাসের ধাক্কা খেয়ে বাইকটি পাশে থাকা অপর বাসের তলায় চলে যায় ৷ ফলে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইক চালকের ৷ রাস্তার পাশে ছিটকে পড়ে যান অপর আরোহী ৷