শিবপুর , 12 জুন : শিবপুর থানা এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনায় দুর্গাপুর থেকে গ্রেপ্তার হল মূল অভিযুক্ত । তার নাম আসিফ আলি ওরফে শাহরুখ । গতকাল তাকে হাওড়া আদালতে তোলা হয় ।
শিবপুরে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত - খুন
শিবপুর থানা এলাকায় গুলি করে এক ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় মূল অভিযুক্তকে গতকাল দুর্গাপুরের একটি মন্দির থেকে গ্রেপ্তার করা হয় ।
উল্লেখ্য, শিবপুর থানা এলাকায় গুলি করে এক ব্যবসায়ীকে খুন করার অভিযোগ উঠেছিল । 5 জুন ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর পি এম বস্তি এলাকায় । ওইদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ হঠাৎ-ই বাইকে করে এসে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি ছোড়ে আকবর আলী আনসারী নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য় করে । জানা যায়, শিবপুরের পি এম বস্তি এলাকায় নিজের বাড়ির কাছেই গুলি করা হয় আনসারীকে। এরপরই ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয় । মূল অভিযুক্ত আসিফ আলি ওরফে শাহরুখ গুলি করে পালানোর সময় CCTV ফুটেছে তার ছবি ধরা পড়ে । CCTV ফুটেছে দেখা যায় , গুলি চালানোর পর তাকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে পালাতে দেখা যায় । এরপরই ঘটনার গভীরে গিয়ে তদন্ত শুরু করে শিবপুর থানা স্পেশাল টিম ।
একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় । হাওড়া শিবপুর থানায় স্পেশাল টিম তদন্ত শুরু করেছিল জেলার বাইরেও । এরপর গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে দুর্গাপুরে গা-ঢাকা দিয়ে রয়েছে মূল অভিযুক্ত শাহরুখ । শিবপুর থানার বিশেষ দলটি এরপর মূল অভিযুক্ত শাহরুখকে দুর্গাপুরের একটি মন্দির থেকে গ্রেপ্তার করে । এরপরেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় হাওড়ায় । জানা গেছে , সেই মন্দিরে কয়েকদিন ধরে লুকিয়ে ছিল সে ।