হাওড়া, 11মে :কাঁচা পাটের অভাবে বন্ধ হয়ে গেল শিবপুরের হাওড়া জুটমিল । কর্মহীন হয়ে পড়লেন আড়াই হাজারের বেশি শ্রমিক । মঙ্গলবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ ঝুলছে । এরপর কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন মিলের সামনেই । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ ।
কর্মীদের অভিযোগ, এই মিল লকডাউনের সময়কালে প্রায় 9 মাস বন্ধ ছিল । তার আগেও বেশ কয়েকবার বন্ধ হয়েছে । চলতি বছরে 3 মাস আগে খুললেও তাঁরা সঠিক সময়ে বেতন পান না । ঈদের মুখেই মিল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু শ্রমিক । ম্যানেজমেন্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বাজারে কাঁচা মালের অভাবের কারণে মিলে পাটের সরবরাহ কমে গিয়েছিল । তাই অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল ।