পশ্চিমবঙ্গ , 3 এপ্রিল : করোনা সংক্রমণে নতুন রেকর্ড ছুঁল হাওড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন159 জন । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 49 জন ৷
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন 37050 জন। যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 35368 জন। গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এই রাজ্য থেকে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 1053 জন।
ঠিক আগের বছরের মতোই একই পথে এগোচ্ছে হাওড়া ৷ আজ আবার করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড করল এই জেলা ৷ এমনকি সুস্থতার হার কমছে এই জেলাতে । গোটা রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে হাওড়া ৷ প্রথম স্থানে কলকাতা ও দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ৷
যদিও গত 24 ঘণ্টায় এখনও পর্যন্ত হাওড়া জেলায় নতুন করে করোনায় কেউ মারা যাননি । তবে ভোটের মধ্যে নতুন করে বাড়তে থাকা সংক্রমণের ছবি যথেষ্ট ভাবাচ্ছে হাওড়া জেলা প্রশাসনকে।
পাশাপাশি ভোটের মুখে গোটা রাজ্যে এই মুহূর্তে পজিটিভ কেস রয়েছে 1179টি । যা মোটেই খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের ৷