হাওড়া, 14 জুন:পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ এরই মাঝে মনোনোয়ন পেশ করার শেষদিনের আগের দিনই হাওড়া জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে বলে দাবি করল শাসক শিবির ৷
হাওড়ার ধুলাগড়ি পঞ্চায়েতের 119 নম্বর বুথে বিরোধী কোনও দল এখনও পর্যন্ত প্রার্থী দেয়নি ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের প্রার্থী খুবই ভালো হওয়ায় প্রার্থী দিতে চায়নি বিরোধীরা ৷ মনোনয়ন পেশ করার শেষ দিনও আর কেউ প্রার্থী দেবে না ৷ তাই তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বলে দাবি করেছে তৃণমূল ৷ সবুজ আবির মেখে বিজয়োল্লাসে মাতে তারা ৷ হাওড়ার শাসক দল এই জয়কে উন্নয়নের জয় বলে দাবি করলেও ওই পঞ্চায়েত এলাকায় শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে আঙুল তুলেছে বাম, বিজেপি ও কংগ্রেস ।
119 নম্বর বুথে জয়ী প্রার্থী সাহানারা মিদ্দের স্বামী সিরাজ মিদ্দে বুধবার বলেন, তাঁর স্ত্রী এই বুথে শাসক দলের প্রার্থী ছিলেন । তিনি এত ভালো প্রার্থী বলে তাঁর বিরুদ্ধে অন্য কোনও দলের কোনও প্রার্থী দাঁড়াতে চাননি । তিনি এর জন্য গ্রামবাসীদের ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি তিনি জানান, ওই বুথে 475 জন ভোটার রয়েছে । তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন বলে দাবি করেন সিরাজ মিদ্দে ।
যদিও এই ঘটনার পেছনে স্থানীয় তৃণমূলের বেনজির সন্ত্রাস ও আতঙ্কের বাতাবরণই দায়ী বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি । সিপিএম-এর স্থানীয় নেতা নন্দদুলাল মুখোপাধ্যায় শাসকদলের দাবিকে উড়িয়ে দিয়ে, মনোনয়ন দিতে না পারার জন্য ধুলাগড়ি এলাকায় তৃণমূলের লাগামহীন সন্ত্রাস ও পুলিশি নির্যাতনকে দায়ী করেছেন ।