পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: মনোনয়ন পেশ শেষের আগেই জয়ের দাবি তৃণমূলের, বেলাগাম সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের - TMC candidate celebrates victory

মনোনয়ন পেশ করা এখনও শেষ হয়নি ৷ এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধুলাগড়ি পঞ্চায়েতের 119 নম্বর বুথে তারা জয়ী হয়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস । এ জন্য শাসক দলের বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধীরা ।

Panchayat Election 2023
Panchayat Election 2023

By

Published : Jun 14, 2023, 7:47 PM IST

Updated : Jun 14, 2023, 8:32 PM IST

মনোনয়ন পেশ শেষের আগেই জয়ের দাবি তৃণমূলের

হাওড়া, 14 জুন:পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হচ্ছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ এরই মাঝে মনোনোয়ন পেশ করার শেষদিনের আগের দিনই হাওড়া জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে বলে দাবি করল শাসক শিবির ৷

হাওড়ার ধুলাগড়ি পঞ্চায়েতের 119 নম্বর বুথে বিরোধী কোনও দল এখনও পর্যন্ত প্রার্থী দেয়নি ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের প্রার্থী খুবই ভালো হওয়ায় প্রার্থী দিতে চায়নি বিরোধীরা ৷ মনোনয়ন পেশ করার শেষ দিনও আর কেউ প্রার্থী দেবে না ৷ তাই তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বলে দাবি করেছে তৃণমূল ৷ সবুজ আবির মেখে বিজয়োল্লাসে মাতে তারা ৷ হাওড়ার শাসক দল এই জয়কে উন্নয়নের জয় বলে দাবি করলেও ওই পঞ্চায়েত এলাকায় শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে আঙুল তুলেছে বাম, বিজেপি ও কংগ্রেস ।

119 নম্বর বুথে জয়ী প্রার্থী সাহানারা মিদ্দের স্বামী সিরাজ মিদ্দে বুধবার বলেন, তাঁর স্ত্রী এই বুথে শাসক দলের প্রার্থী ছিলেন । তিনি এত ভালো প্রার্থী বলে তাঁর বিরুদ্ধে অন্য কোনও দলের কোনও প্রার্থী দাঁড়াতে চাননি । তিনি এর জন্য গ্রামবাসীদের ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি তিনি জানান, ওই বুথে 475 জন ভোটার রয়েছে । তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন বলে দাবি করেন সিরাজ মিদ্দে ।

যদিও এই ঘটনার পেছনে স্থানীয় তৃণমূলের বেনজির সন্ত্রাস ও আতঙ্কের বাতাবরণই দায়ী বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি । সিপিএম-এর স্থানীয় নেতা নন্দদুলাল মুখোপাধ্যায় শাসকদলের দাবিকে উড়িয়ে দিয়ে, মনোনয়ন দিতে না পারার জন্য ধুলাগড়ি এলাকায় তৃণমূলের লাগামহীন সন্ত্রাস ও পুলিশি নির্যাতনকে দায়ী করেছেন ।

তিনি বলেন, "নির্বাচনে কোনও রোবট নয়, মানুষ প্রার্থী হয় । আর যিনি প্রার্থী হবেন তাঁর উপরে পুলিশের মিথ্যা মামলা ও তাঁর বাড়িতে হামলা চালাবে শাসক দল । প্রার্থী হয়ে কেউ বাড়িছাড়া হতে চায় না । কারও বাড়ি ভেঙে দিলে তার দায়িত্ব কে নেবে ?" ধুলাগড়ি এলাকাতে পুলিশ কার্যত দর্শক হয়ে রয়েছে বলে দাবি করেন তিনি ।

আরও পড়ুন:'ভোট লুঠ করতে দেব না', কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে শুভেন্দু-সহ বিজেপি নেতৃত্ব

বুধবার ধুলাগড়িতে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ানোর কাজে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । তিনি জানান, সেখানে মনোনয়ন পেশের প্রক্রিয়া ঠিকমতোই চলছে । অন্যান্য এলাকার মতো অশান্তি হয়নি । যদিও তিনি দাবি করেন, বিরোধী দলের যাঁরা মনোনয়ন জমা দিতে পারছেন না, তাঁরা আদালতের নির্দেশ মতো এসডিওর তত্ত্বাবধানে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা করতে পারবেন । শাসক দলকে কটাক্ষ করে তিনি বলেন, "দলের মালিকরা অনেক গুন্ডা পুষেছে । এখন তারাই মালিককে কামড়াচ্ছে ।"

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ধুলাগড়ি পশ্চিম এলাকায় বিরোধীদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক মিথ্যা মামলা দিয়েছে বলে অভিযোগ তোলে বিরোধী দলগুলি । এই নির্বাচনেও একই ভাবে শাসক দল ক্ষমতা দখল করতে চাইছে বলে এলাকার বিরোধী কর্মীরা অভিযোগ করছেন ।

Last Updated : Jun 14, 2023, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details