হাওড়া, 6 জুলাই : হাওড়া জুটমিল, ভরত জুটমিলের পর এবার বন্ধ হল চেঙ্গাইল প্রেমচাঁদ জুটমিল । চরম বিপাকে জুটমিলের চার হাজার শ্রমিক । আজ সকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেয় মিল কর্তৃপক্ষ । কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4 হাজার শ্রমিক ।
শ্রমিকরা জানান, আজ সকালে কাজে যোগ দিতে এসে দেখেন গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলছে । সেখানে লেখা উপযুক্ত কাঁচামাল পাওয়া যাচ্ছে না বলে আপাতত অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল মিল । অপ্রীতিকর ঘটনার রুখতে মিল গেটে মোতায়েন করা হয় পুলিশ ।
প্রেমচাঁদ জুটমিলের শ্রমিক অজিত কুমার সাধুখাঁ বলেন, ‘‘আজ সকালে এসে নোটিশ দেখতে পাই । নোটিশটি খুব দায় সারা ভাবে দেওয়া হয়েছে । এতে মিল কর্তৃপক্ষের স্ট্যাম্পও নেই । লেবার অফিসারের কোনও সই নেই । হাতে লিখে বাইরে থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে ।’’
জুটমিল বন্ধ হওয়ায় শ্রমিকের প্রতিক্রিয়া আরও পড়ুন : ফের কাজ বন্ধের নোটিস গোন্দলপাড়া জুটমিলে, কর্মহীন চার হাজার শ্রমিক
প্রসঙ্গত করোনা আবহে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল লকডাউনে 30 শতাংশ কর্মী নিয়ে জুটমিল চালানো যেতে পারে । আর সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন জুটমিলে 30 শতাংশ লোক নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল । কিন্তু আজ হঠাৎ করে সাসপেনশন অফ ওযার্কের নোটিস দেওয়া হল ৷ এর আগে বন্ধ করে দেওয়া হয়েছে শিবপুরের হাওড়া জুটমিল ও ভরত জুটমিল ।