হাওড়া, 7 অগস্ট:রবিবার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন হল 'অমৃত ভারত প্রকল্প' ৷ এই প্রকল্পের আওতায় আছে হাওড়া বিভাগের 9টি স্টেশন ৷ ঘিঞ্জি, কাদা প্যাচপ্যাচে স্টেশন নয় অত্যাধুনিক স্টেশন পেতে চলেছে রামপুরহাট, কাটোয়া জংশন, বর্ধমান জংশন, নবদ্বীপ ধাম, বোলপুর-শান্তিনিকেতন স্টেশন, আজিমগঞ্জ জংশন, শেওড়াফুলি স্টেশনকে ঢেলে সাজানো হবে এই প্রকল্পে ৷
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগে 508টি রেলওয়ে স্টেশনের
পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন । পুনঃউন্নয়ন কাজ শুরু করার পাশাপাশি তিনি ভারত জুড়ে ‘অমৃত ভারত' প্রকল্পের উদ্বোধন করছেন । এর মধ্যে মোট 71টি রেল স্টেশন উত্তর রেলওয়ে জোন রয়েছে । এদিন ‘ভোকাল ফর লোকাল’ পদ্ধতি চালু করেন প্রধানমন্ত্রী । যার মধ্যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে হাওড়া বিভাগে নয়টি স্টেশন রয়েছে। ইতিমধ্যেই প্রতিটি স্টেশনের এই উন্নয়নের কাজ ভারতের বৈচিত্রের প্রতীক রুপে তুলে ধরা হয়েছে ।
কোনও স্টেশনের জন্য় কত টাকা বরাদ্দ:
- রামপুরহাট রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 38.6 কোটি টাকা ।
- কাটোয়া জংশন স্টেশনের জন্য বরাদ্দ হয়েছে 33.6 কোটি ৷
- বর্ধমান জংশনের জন্য 64.2 কোটি টাকা বরাদ্দ ৷
- নবদ্বীপ ধাম স্টেশনের জন্য 21.8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
- বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের জন্য 21.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
- অম্বিকাকালনা স্টেশনের জন্য 29.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
- তারকেশ্বর স্টেশনের জন্য 24.4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
- আজিমগঞ্জ জংশন স্টেশনের জন্য 31.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
- শেওড়াফুলি স্টেশনের জন্য 31.1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে