ডোমজুড়, 21 জানুয়ারি: পাল্টে গেল ভাষা, বদলে গেল আক্রমণের নিশানাও ৷ গত বুধবার ডোমজুড়ের বাঁকরা এলাকায় পোস্টার পড়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তার 48 ঘণ্টা পর, শুক্রবার ওই এলাকায় নজরে এল নয়া ফ্লেক্স, তবে এবার বিরুদ্ধাচারণ করে নয়, কল্যাণের সমর্থনে (Flex in Support Kalyan Banerjee) ৷ একইসঙ্গে এদিন এলাকায় ফ্লেক্স পড়েছে তৃণমূলে ঘরওয়াপসি হওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷
বুধবারের পোস্টারে কল্যাণের বিরুদ্ধে লেখা ছিল, "অ-কল্যাণ থেকে মুক্তি চাই", ছিল আরও কিছু মানহানিকর মন্তব্যও ৷ আর শুক্রবারের ফ্লেক্সে দেখা গেল লেখা রয়েছে, "শ্রীরামপুর বারবার কল্যাণ-কেই চায়" ৷ আর রাজীবের বিরুদ্ধে ফ্লেক্সে লেখা, "গদ্দার রাজীব তুমি হুঁশিয়ার, গদ্দার রাজীবের চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল কর্মীরা ৷ "