পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Born Baby Murdered 20 দিনের মাথায় ফের সদ্যোজাত খুন হাওড়ায়, আটক 2 - হাওড়ায় সদ্যোজাত হত্যার খবর

সদ্যোজাত হত্যার ঘটনায় ফের শিরোনামে হাওড়া(New Born Baby Murdered)৷ বহুতল থেকে নিচে ফেলে দেওয়া হল একরত্তিকে ৷ ঘটনায় আটক 2 মহিলা ৷

Etv Bharat
হাওড়ায় ফের সদ্যোজাত হত্য়া

By

Published : Aug 25, 2022, 8:55 PM IST

হাওড়া, 25 অগস্ট:জন্মের পর আধঘণ্টা কাটতে না-কাটতেই হত্যা করা হল কন্যা সন্তানকে ৷ আবাসনের উপরতলা থেকে নিচে ছুড়ে ফেলা হল সদ্যোজাতকে ৷ অপরাধ একটাই, মেয়ে হয়ে জন্মানো ৷ 20 দিনের মধ্যে ফের সদ্যোজাতকে হত্যার ঘটনায় শিরোনামে হাওড়া(Howrah New Born Baby Murdered)৷ এবার ঘটনাস্থল হাওড়ার শিবপুর থানার 12/13 কাউস ঘাট রোডে ।

স্থানীয় বাসিন্দাদের কথায়, বৃহস্পতিবার দুপুরে রাস্তায় লোকজন কম থাকার সুযোগ নিয়ে কাউস ঘাট রোডের একটি আবাসনের বহুতল থেকে রাস্তায় সদ্যোজাতকে ছুড়ে ফেলে দেওয়া হয় । উপর থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন আবাসনের বাসিন্দারা ৷ তারপরই দেখেন একটি সদ্যোজাত কন্যা পড়ে রয়েছে(new born girl killed again in howrah)৷ দেখেই বোঝা যাচ্ছিল মাত্র কিছুক্ষণ আগেই জন্ম হয়েছে এই একরত্তির ৷

এরপর স্থানীয়রাই খবর দেন শিবপুর থানার পুলিশকে‌(Howrah Crime News)৷ পুলিশ এসে রাস্তা থেকে মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনায় যুক্ত থাকার সন্দেহে ওই আবাসনের দুই মহিলাকে আটক করা হয় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কন্যাসন্তান হওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে ।

আরও পড়ুন :নিখোঁজ সদ্যোজাতের দেহ মিলল বাড়ির জলের ট্যাঙ্কে, চাঞ্চল্য হাওড়ায়

ওই আবাসনের একতলার বাসিন্দা রুকসানা খাতুন বলেন, "উপর থেকে কিছু নিচে পড়ার আওয়াজ পেয়ে দৌড়ে ঘরের বাইরে এসে দেখি একটা বাচ্চা নীচে পড়ে আছে । এত অমানবিক কাজ কেউ কীভাবে করতে পারে ? তেমন হলে আমাদের দিয়ে দিতে পারত, আমরা নিয়ে নিতাম ৷"

প্রসঙ্গত, 6 অগস্ট হাওড়ার টিকিয়াপাড়ায় এক সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছিল ৷ এছাড়াও 16 অগস্ট উলুবেড়িয়া পৌরসভার ভাগাড় থেকে উদ্ধার হয়েছিল মৃত 20টি শিশুর ভ্রূণ। ফের এই ধরনের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন জেলা প্রশাসনিক মহল ।

আরও পড়ুন :পৌরসভার ভাগাড় থেকে উদ্ধার 18টি ভ্রূণ, উলুবেড়িয়ায় চাঞ্চল্য

ABOUT THE AUTHOR

...view details