পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nawsad Siddique: মাদ্রাসা শিক্ষা নিয়ে দ্বিচারিতা করছে, রাজ্য সরকারের মুখোশ খুলে দেব ; হুমকি নওসাদের - মাদ্রাসা শিক্ষা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ নওসাদের

খারিজি মাদ্রাসাতে মিড-ডে মিল দেওয়ার কথা বলায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী ৷ হাওড়ায় এক দলীয় সভায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি ৷

Etv Bharat
নওসাদ সিদ্দিকী

By

Published : Aug 10, 2023, 7:35 AM IST

Updated : Aug 10, 2023, 8:45 AM IST

হাওড়া, 10 অগস্ট: দলীয় কর্মসূচিতে হাওড়ায় এসে বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী । তাঁর কথায়, "রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে দ্বিচারিতা করছে। আমি এর মুখোশ খুলে দেব। বাম আমলের শেষ পর্যন্ত রাজ্যে 293-294টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ছিল। বর্তমান সরকার বিগত 12 বছরে কোনও নতুন নিয়োগ করেনি । এখন মুখ্যমন্ত্রীর খারিজি মাদ্রাসার দিকে নজর গিয়েছে ! যেগুলো আছে সেগুলো পরিকাঠামো আগে ভালো করা হোক।"

এই বিষয়ে নওসাদ আরও অভিযোগ, "মুখ্যমন্ত্রী খারিজি মাদ্রাসাতে মিড-ডে মিল দেবেন । আমি বিরোধিতা করছি না । কিন্তু যে সমস্ত আন-এডেড মাদ্রাসা রয়েছে সেগুলোতে মিড-ডে মিল দিন। রাজ্যের 235টি আন-এডেড মাদ্রাসার মধ্যে 15-20টি এমন রয়েছে যেগুলো বাচ্চারাই চালাচ্ছে ৷ তার একটাতেও মিড-ডে মিল দেয় না রাজ্য সরকার ।"
শুধু তাই নয় নওসাদের আরও অভিযোগ, "এরা এখন খারিজি মাদ্রাসা নিয়ে মাথা ঘামাচ্ছেন । ওই মাদ্রাসাগুলো আমরা আমাদের জাকাতের টাকা দিয়ে চালিয়ে যাচ্ছি । আমাদের কোনও সমস্যা হচ্ছে না। সরকারের হাতে যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে এই ব্যবস্থা করুক । আর এই সত্যিগুলো বলছি বলে আমি বিজেপির দালাল হয়ে গিয়েছি । এর আগে সাধারণ মানুষের দানের টাকায় 235টি মাদ্রাসা তৈরি হয়েছে। আর এখন মুখ্যমন্ত্রী 33 কোটি টাকা দিয়ে বলছেন, তিনিই পরিকাঠামো উন্নয়ন করে দিয়েছেন ।"

পাশাপাশি, ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেন, "যদি এতে ভাঙড়বাসীর সুরক্ষা নিশ্চিত হয় তাহলে কোনও অসুবিধা নেই । তবে পুলিশি ব্যবস্থা কায়েম করতে চাইলে বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলন হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। আর ভাঙড়বাসীকে শুধু কলকাতা পুলিশের অধীনে আনলেই হবে না, কলকাতা পৌরনিগমের আওতাতেও আনতে হবে। তাহলে ভাঙড়বাসীও কলকাতার বাসিন্দাদের মতই সুযোগ সুবিধা পাবে ।"

এছাড়াও পঞ্চায়েতের বোর্ড গঠন করার বিষয়ে রাজ্য সরকারের অতি সক্রিয়তাকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, এই সক্রিয়তা যদি পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসন দেখাতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না । উল্লেখ্য, আদালতে বিচারাধীন থাকা পঞ্চায়েত মামলা চলাকালীন রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বোর্ড তৈরির নির্দেশিকা জারি করা হয়েছে । নবান্নের এই নির্দেশিকা আদৌ সংবিধানিকভাবে বৈধ কি না, তাই নিয়েই প্রশ্ন তুলেছেন সংবিধান বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন : ক্ষমা চাইতে হবে, 'পতিতা' মন্তব্য বিতর্কে সেলিমের বাড়ির সামনে বিক্ষোভ যৌনকর্মীদের

Last Updated : Aug 10, 2023, 8:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details