হাওড়া, 22 এপ্রিল : প্যারা সুইমিংয়ে জাতীয় স্তরে তিন-তিনবারের চ্যাম্পিয়ন ৷ জলে বাঁচার রসদ খুঁজে পেয়ে হারিয়েছিল সমস্ত প্রতিবন্ধকতাকে ৷ অথচ জীবনের লড়াইয়ে অকালেই থামতে হল সালকিয়ার অমর্ত্য চক্রবর্তীকে (National champion para swimmer Amartya Chakraborty died) ৷ 2015, 2016 এবং 2017 টানা তিন বছর জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে অমর্ত্য উজ্জ্বল করেছিল বাংলার মুখ । কিন্তু তাঁর মৃত্যুর পর যা ঘটল তা মোটেই কাঙ্খিত ছিল না ৷ বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির জিবি পন্থ হাসপাতালে মৃত্যু হয় অমর্ত্যর (Amartya breathed his last at GB Pant hospital on Wednesday) ৷
ছেলের মৃত্যুর পর দুশ্চিন্তায় পড়েন অমর্ত্যর বাবা অমিতোষ চক্রবর্তী ৷ ক্রীড়ামন্ত্রক এবং প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া থেকে আর্থিক সহায়তার জন্য বারবার অনুরোধ করেও বিন্দুমাত্র সাহায্য পাননি তিনি । জীবনের সমস্ত সঞ্চয় ছেলের চিকিৎসায় ব্যয় করেছিলেন তিনি ৷ শেষবেলায় দিল্লি থেকে ছেলের মরদেহ আনতেও ব্যাপক আর্থিক সমস্যার সম্মুখীন হতে হল অমিতোষ বাবুকে ৷ শেষমেশ তাঁর সহকর্মীদের অর্থসাহায্যে দিল্লি থেকে ফেরান সম্ভব হয় অমর্ত্যের মৃতদেহ। তবে লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসার পর সন্তানহারা পিতাকে গ্রাস করেছে অর্থাভাবের আতঙ্ক ৷