হাওড়া, 18 জানুয়ারি: অভিভাবকহীন হল বাংলা কমিক্সের কালজয়ী চরিত্র বাঁটুল, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে । নারায়ণ দেবনাথের (Narayan Debnath passes away) প্রয়াণের পর এই কমিক্সগুলির নতুন সংখ্যা প্রকাশ হওয়াও অনিশ্চিত হয়ে পড়ল ।
বাঙালির ছেলেবেলা ঘিরে রয়েছে নারায়ণ দেবনাথের (new version of Narayan Debnath creations) সৃষ্টিতে ৷ বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোদা, নন্টে-ফন্টে-সহ নানা চরিত্র উপহার দিয়েছেন তিনি । নিজের লেখার স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে টানাপোড়েন । এর পর কোর্টের নির্দেশে সেই স্বত্ব এসেছে শিল্পীর হাতে । বাবার হয়ে মামলা লড়েছেন পুত্র তাপস দেবনাথ । পাশে পেয়েছিলেন কলেজ স্ট্রিট পাড়ার অন্য এক প্রকাশনী সংস্থা দীপ প্রকাশনকে ।
এরপরই দিল্লিতে তদ্বির করে বাবার তৈরি শিল্পের স্বত্ব চেয়ে আবেদন জানান কেন্দ্রীয় সংস্থা ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড-এ । সেখান থেকে মঞ্জুর হয় শিল্পীর আবেদন । এই মুহূর্তে শিল্পীর তৈরি সমস্ত শিল্পকর্মের স্বত্ব একমাত্র তাঁর পরিবারের হাতেই রয়েছে । এই প্রসঙ্গে তাঁর ছেলে তাপস দেবনাথ বলেন, ‘‘বাবার তৈরি শিল্পকর্মের সব স্বত্ব পরিবারের হাতে আছে । তাঁরা কেন্দ্রীয় সংস্থা থেকে কপিরাইট করিয়েছেন । বাবার শেষ ইচ্ছা ছিল যদি তাঁর নাতি বা নাতনি পুনঃমুদ্রিত করে, তবেই ফের হাঁদা-ভোদা, বাঁটুল, নন্টে-ফন্টে পুনঃপ্রকাশিত হবে । নতুবা আর পাঠকের হাতে আসবে না এই সমস্ত কালজয়ী কমিক্স।