পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Education Commissioner : নয়া শিক্ষা কমিশনার নিয়োগ, বিতর্কে নবান্ন - Nabanna appoints Arup Sengupta as the new education commissioner

নতুন শিক্ষা কমিশনার হিসাবে নিযুক্ত হলেন অরূপ সেনগুপ্ত ৷ নবান্ন থেকে নিয়োগ হয়েছে এই তিনি ৷ যা কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক (Nabannna Appoint a Education commissioner ) ৷

New Education Commissioner
নয়া শিক্ষা কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি

By

Published : May 21, 2022, 9:12 AM IST

কলকাতা, 21 মে : রাজ্যে নতুন শিক্ষা কমিশনার পদে নিযুক্ত হয়েছেন অরূপ সেনগুপ্ত ৷ নবান্ন থেকে এই নিয়োগ ঘিরে সৃষ্টি হয়েছে জল্পনা ৷ নিয়মানুযায়ী এই পদে নিয়োগ হয় শিক্ষা দফতর থেকে (Nabannna Appoint a Education commissioner) ৷

নিয়োগ দুর্নীতির মধ্যেই সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সিদ্ধার্থ মজুমদার। তারপর থেকেই শিক্ষা কমিশনার এবং সমগ্র শিক্ষা কমিশনের রাজ্য অধিকর্তা হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন শুভ্র চক্রবর্তী । রাজ্য সরকারের পক্ষ থেকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল শুভ্র চক্রবর্তীকে ৷ নিয়মানুয়ায়ী তার ছেড়ে যাওয়া পদে নিয়োগ করা হয়েছে অরূপ সেনগুপ্তকে ৷ ইতিমধ্যেই তবে নতুন শিক্ষাসচিবের বদলির সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ।

নয়া শিক্ষা কমিশনার নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন : SSC Recruitment Scam :সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর পরেশকে সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতিতে জড়িয়ে নাজেহাল রাজ্য ৷ তার মধ্যে নাবন্নে তরফ থেকে শিক্ষা কমিশনার নিয়োগের নিয়েও বিতর্ক দেখা দিয়েছে ৷ বিশেষত, রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীর নাম রয়েছে সিবিআই তদন্তের আতস কাচের তলায় । আর এই পরিস্থিততে হঠাৎ রাজ্যের শিক্ষা সচিবের বদল, তাও আবার নবান্ন থেকে হওয়ায় ওয়াকিবহাল মহলের মনে একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে । বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে দুর্নীতির জাঁতাকলে অবশেষে কি শিক্ষা দফতরেরও উপরেও নিয়ন্ত্রণ রাখতে চাইছে নবান্ন ।

ABOUT THE AUTHOR

...view details