পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Nabanna Abhijan: জামিন পেয়েও হল না মুক্তি, জেলেই কাটালেন নবান্ন অভিযানে গ্রেফতার 14 বিজেপি কর্মী - হাওড়ার খবর

জামিন পেয়েও হল না মুক্তি । আদালতের শর্ত না মানায় বুধবার রাতেও সংশোধনাগারেই কাটাতে হল নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) গ্রেফতার হওয়া 14 জন বিজেপি কর্মীকে (Arrested BJP workers)।

Nabanna Abhijan Arrested BJP workers had to stay in jail after getting bail
জামিন পেয়েও হল না মুক্তি, জেলেই কাটালেন নবান্ন অভিযানে গ্রেফতার 14 বিজেপি কর্মী

By

Published : Sep 15, 2022, 5:06 PM IST

হাওড়া, 15 সেপ্টেম্বর:গতকালই জামিন দেওয়া হয়েছিল নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের । তবে জামিনের সঙ্গে দেওয়া হয়েছিল কিছু শর্ত । যদিও সেই শর্ত মানতে পারেননি নবান্ন অভিযানে হাওড়া থেকে গ্রেফতার হওয়া 14 জন বিজেপি কর্মী (Arrested BJP workers)। আর সেই কারণেই জামিন পাওয়ার পরও জেল থেকে ছাড়া পেলেন না তাঁরা । বুধবার রাতেও তাঁদের সংশোধনাগারেই কাটাতে হয়েছে । যতক্ষণ না পর্যন্ত তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন, ততক্ষণ তাঁদের সংশোধনাগারেই থাকতে হবে বলে জানানো হয়েছে আদালত সূত্রে ।

নবান্ন অভিযান কর্মসূচির দিনেই হাওড়া থেকে গ্রেফতার হয়েছিলেন 18 জন বিজেপি কর্মী-সমর্থক । বুধবার হাওড়া আদালতে পেশ করা হয় ধৃতদের । এঁদের মধ্যে 14 জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন হাওড়া আদালতের বিচারক ৷ আর বাকি চার জনকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, 14 জন ধৃতের কেউই আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট নথি জমা দিতে পারেননি । আদালত জানিয়েছিল, ধৃতদের প্রত্যেককে জগাছা থানা এলাকার স্থানীয় একজনকে জামিনদার হিসেবে পেশ করতে হবে । এর পাশাপশি তাঁদের বাড়ির যেখানে হোল্ডিং নম্বর, তার প্রমাণপত্র অর্থাৎ দলিল কিংবা ট্যাক্সের বিল প্রমাণ স্বরূপ আদালতে জমা দিতে হবে । কিন্তু, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তা আদালতে পেশ করতে পারেননি । ফলে ওই 14 জন ধৃতকে বুধবার সংশোধনাগাকেই কাটাতে হয় ।

আরও পড়ুন:পুলিশকে ইটবৃষ্টি, বিজেপিকে রুখতে জলকামান-লাঠি ! রণক্ষেত্র সাঁতরাগাছি

প্রসঙ্গত, গত 13 সেপ্টেম্বর বিজেপি-র নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার সাঁতরাগাছি এবং হাওড়া ময়দান এলাকা । এই ঘটনায় মোট 18 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ । এঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয় । বুধবার প্রত্যেককে হাওড়া আদালতে পেশ করা হয় ।

মূলত হাওড়া সাঁতরাগাছি, মহাত্মা গান্ধি রোড এলাকায় বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল । একাধিক জায়গায় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় । এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে । পুলিশ সূত্রে খবর, বিজেপির নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের 30 জন কর্মী । পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে আরও ছ'টি এফআইআর দায়ের করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details