হাওড়া, 15 সেপ্টেম্বর:গতকালই জামিন দেওয়া হয়েছিল নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের । তবে জামিনের সঙ্গে দেওয়া হয়েছিল কিছু শর্ত । যদিও সেই শর্ত মানতে পারেননি নবান্ন অভিযানে হাওড়া থেকে গ্রেফতার হওয়া 14 জন বিজেপি কর্মী (Arrested BJP workers)। আর সেই কারণেই জামিন পাওয়ার পরও জেল থেকে ছাড়া পেলেন না তাঁরা । বুধবার রাতেও তাঁদের সংশোধনাগারেই কাটাতে হয়েছে । যতক্ষণ না পর্যন্ত তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন, ততক্ষণ তাঁদের সংশোধনাগারেই থাকতে হবে বলে জানানো হয়েছে আদালত সূত্রে ।
নবান্ন অভিযান কর্মসূচির দিনেই হাওড়া থেকে গ্রেফতার হয়েছিলেন 18 জন বিজেপি কর্মী-সমর্থক । বুধবার হাওড়া আদালতে পেশ করা হয় ধৃতদের । এঁদের মধ্যে 14 জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন হাওড়া আদালতের বিচারক ৷ আর বাকি চার জনকে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷
আদালত সূত্রে জানা গিয়েছে, 14 জন ধৃতের কেউই আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট নথি জমা দিতে পারেননি । আদালত জানিয়েছিল, ধৃতদের প্রত্যেককে জগাছা থানা এলাকার স্থানীয় একজনকে জামিনদার হিসেবে পেশ করতে হবে । এর পাশাপশি তাঁদের বাড়ির যেখানে হোল্ডিং নম্বর, তার প্রমাণপত্র অর্থাৎ দলিল কিংবা ট্যাক্সের বিল প্রমাণ স্বরূপ আদালতে জমা দিতে হবে । কিন্তু, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তা আদালতে পেশ করতে পারেননি । ফলে ওই 14 জন ধৃতকে বুধবার সংশোধনাগাকেই কাটাতে হয় ।