পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এগিয়ে গেল ইঞ্জিন-সহ আপ মুম্বই মেলের দু'টি বগি! বাকি কামরা বীরশিবপুরে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা - Uluberia Station in Howrah

Howrah-Mumbai Mail Accident: ফের রেল দুর্ঘটনা ৷ অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা ৷ শুক্রবার রাতে ট্রেনের কাপলিং খুলে দু'টি কামরা নিয়েই গন্তব্যের দিকে রওনা দেয় আপ হাওড়া-মুম্বই মেল। আর বাকি কামরা থেকে যায় বীরশিবপুর স্টেশনে ৷ দুর্ঘটনার ফলে, রাত সাড়ে ন'টার পর হাওড়া-খড়গপুর শাখার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

কাপলিং খুলে আপ মুম্বই মেলের বগি গেল ছিটকে
Mumbai Mail Accident

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 7:47 AM IST

Updated : Dec 16, 2023, 9:18 AM IST

হাওড়া, 16 ডিসেম্বর: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ মুম্বই মেল। হাওড়ার বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল আপ হাওড়া-মুম্বই মেলের কাপলিং। শুক্রবার রাত 9টা 30মিনিট নাগাদ আপ হাওড়া-মুম্বই মেল উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ 2টি বগি। ওই অবস্থাতেই ইঞ্জিন ও দু'টি বগি-সহ ট্রেনটি এগিয়ে যায়। বাকি কামরা থেকে যায় বীরশিবপুর স্টেশনে ৷ তবে, অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা ৷ বীরশিবপুরের ওই দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটিকে মেরামতির জন্য ফিরিয়ে আনা হয় উলুবেড়িয়া স্টেশনে।

এই অবস্থাতে আরও বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বলেই মনে করছেন যাত্রীরা। যাত্রীরা জানান, জোরে শব্দ করে ট্রেনটি কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন দু'টি কোচ নিয়ে ইঞ্জিন এগিয়ে গিয়ে থেমে গিয়েছে। বাকি কামরাগুলো পিছনেই রয়ে গিয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কাপলিং খুলে গিয়েছে বুঝতে পেরেই চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। তাতেই রক্ষে! না হলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত।

দুর্ঘটনার পর উলুবেড়িয়া স্টেশনে প্রথম খবর দেওয়া হয় ৷ দুর্ঘটনার কথা জানতে পেরে সেখানে এসে পৌঁছন দক্ষিণ-পূর্ব রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়াররা পুনরায় ট্রেনটিকে কার্যকরী করে তুলতে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার বেশি সময়ের পর ফের ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কাপলিং মেরামত করে বগি জোড়ার পর মুম্বই মেল পুনরায় তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। আর এই বিপত্তির জেরে রাত 9টা 30মিনিটের পর থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল যে বন্ধ ছিল তা স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায ৷ এদিকে, কাপলিং কীভাবে খুলে গেল এবং কেন এই ঘটনা ঘটল তা জানতে বিভাগীয় তদন্ত করা হবে, বলে জানানো হয়েছে রেলের তরফে ৷

আরও পড়ুন:

  1. রাধিকাপুর এক্সপ্রেসে দুর্ঘটনার কারণে বাতিল ও রুট বদল বেশ কয়েকটি ট্রেনের
  2. বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে মৃত 3, আহত 34
  3. বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4
Last Updated : Dec 16, 2023, 9:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details