হাওড়া, 16 ডিসেম্বর: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ মুম্বই মেল। হাওড়ার বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে গেল আপ হাওড়া-মুম্বই মেলের কাপলিং। শুক্রবার রাত 9টা 30মিনিট নাগাদ আপ হাওড়া-মুম্বই মেল উলুবেড়িয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন-সহ 2টি বগি। ওই অবস্থাতেই ইঞ্জিন ও দু'টি বগি-সহ ট্রেনটি এগিয়ে যায়। বাকি কামরা থেকে যায় বীরশিবপুর স্টেশনে ৷ তবে, অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা ৷ বীরশিবপুরের ওই দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটিকে মেরামতির জন্য ফিরিয়ে আনা হয় উলুবেড়িয়া স্টেশনে।
এই অবস্থাতে আরও বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল বলেই মনে করছেন যাত্রীরা। যাত্রীরা জানান, জোরে শব্দ করে ট্রেনটি কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখেন দু'টি কোচ নিয়ে ইঞ্জিন এগিয়ে গিয়ে থেমে গিয়েছে। বাকি কামরাগুলো পিছনেই রয়ে গিয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কাপলিং খুলে গিয়েছে বুঝতে পেরেই চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। তাতেই রক্ষে! না হলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত।