হাওড়া, 24 ডিসেম্বর: শিয়ালদা-নৈহাটি-রাণাঘাট শাখায় রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হবে (Multiple Trains Cancel on Sealda Naihati Ranaghat Section) ৷ মূলত আজ অর্থাৎ শনিবার রাত 10টার পর থেকে 25 ডিসেম্বর সকালের মধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্বরেল ৷ সেইসঙ্গে একাধিক ট্রেন অনিয়মিতভাবেও চলবে বলে জানানো হয়েছে ৷ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে ৷ বাতিল করা হয়েছে শিয়ালদা থেকে জেসিডি-ভাস্কো দা গামা এক্সপ্রেস ৷ পাশাপাশি, আসানসোল বিভাগে রেললাইনের জরুরি মেরামতির জন্য মথুরাপুর-মধুপুর স্টেশনের মধ্যে 27 ডিসেম্বর থেকে 29 জানুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বুধবার, রবিবার একাধিক ট্রেন বাতিল-সহ যাত্রাপথ নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা করেছে পূর্ব রেল ৷
নৈহাটি এবং হালিশহর স্টেশনে মাঝে আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য 24-25 ডিসেম্বর লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হবে ৷
24 ডিসেম্বর শনিবার রাত 10টার পর বাতিল হওয়া ট্রেনগুলি হল
শিয়ালদা–কৃষ্ণনগর : 31843 আপ /31838 ডাউন
শিয়ালদা–গেদে : 31923 আপ /31928 ডাউন
শিয়ালদা–শান্তিপুর : 31593, 31541 আপ / 31538, 31540 ডাউন।
শিয়ালদা–রাণাঘাট : 31629, 31631 আপ / 31634, 31636 ডাউন
কল্যাণী সীমান্ত–নৈহাটি : 31192 আপ
25 ডিসেম্বর রবিবার সকালে বাতিল ট্রেনগুলি হল
শিয়ালদা–কৃষ্ণনগর : 31811, 31815 আপ / 31812, 31816 ডাউন
শিয়ালদা–শান্তিপুর : 31511, 31513 আপ / 31512, 31516 ডাউন
শিয়ালদা–রাণাঘাট : 31611, 31615 আপ / 31614, 31616 ডাউন
শিয়ালদা–কল্যাণী সীমান্ত : 31311, 31313, 31315 আপ / 31314, 31316, 31318 ডাউন
নৈহাটি–কল্যাণী সীমান্ত : 31191 আপ
যাত্রাপথের কাটছাঁট করা হয়েছে
- 24 ডিসেম্বর, শনিবার রাতের 31341 শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি পর্যন্ত যাবে ৷ একইভাবে কল্যাণী সীমান্তের বদলে আপে নৈহাটি থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে ৷
- 25 ডিসেম্বর রবিবার সকালে 31317 শিয়ালদা–কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি এবং 30128 কল্যাণী সীমান্ত–মাঝেরহাট লোকাল নৈহাটি পর্যন্ত যাবে ৷
- 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস নৈহাটি শাখায় 25 ডিসেম্বর নিয়ন্ত্রিত হবে ৷
- নৈহাটি–রানাঘাট শাখায় মোট 152 টি ট্রেনের মধ্যে 34 টি ট্রেন (17টি আপ এবং 17টি ডাউন) বাতিল করা হয়েছে ৷
আরও পড়ুন:6 ঘণ্টাতেই এবার শিলিগুড়ি টু কলকাতা, সামনের শীতের আগেই মিলবে পরিষেবা