পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা সুবিধাভোগী : ভারতী

সোমবার উলুবেড়িয়াতে NRC-র সমর্থনে একটি মিছিলে যোগ দেন মুকুল রায় ও ভারতী ঘোষ । দু'জনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ।

image
মুকুল রায় ও ভারতী ঘোষ

By

Published : Jan 13, 2020, 11:50 PM IST

উলুবেড়িয়া , 13 জানুয়ারি : সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং জাতীয় নাগরিক পঞ্জি (NRC) বিরুদ্ধে দেশ জুড়ে ছাত্র আন্দোলনের সমালোচনা করলেন BJP নেতা মুকুল রায় । পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে বলেন , "মমতার সত্ত্বার মধ্যে কোনও গ্রহণযোগ্যতা নেই । তাঁর মাথায় রয়েছে তিনি যেভাবেই হোক দেশের প্রধানমন্ত্রী হবেন ।"

আজ উলুবেড়িয়া গঙ্গারামপুর থেকে উলুবেড়িয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলে হাঁটেন মুকুল রায় । সেখানে তিনি বলেন," সংশোধিত নাগরিকত্ব আইন কিছু অতিরিক্ত মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন । তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় । " পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন ।

মুকুলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন ভারতী ঘোষ । তিনি বলেন, "ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তিনি নিজে এক সময় কংগ্রেসে ছিলেন । তারপর সেখান থেকে নিজের নতুন দল করেন । কংগ্রেসের হাত ধরেন । এরপর BJP-র হাত ধরে ক্ষমতা দখল করেন । তারপর ফের এককভাবে চলার চেষ্টা করেন । পুরো বিষয়টির উপর নজর দিলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে একজন সুবিধাভোগী ।"

ABOUT THE AUTHOR

...view details