পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Migratory Birds in Santragachhi Lake : বহু বছর পর পরিযায়ী পাখির ঝাঁক সাঁতরাগাছির লেকে

প্রায় সাত বছরের অপেক্ষার পর ফের একবার রেকর্ড সংখ্যায় পরিযায়ী পাখিদের দেখা পাওয়া গেল সাঁতরাগাছি ঝিলে (Migratory Birds in Santragachhi Lake) ৷ হুইসলিং ডাক, গার্ডওয়াল, বোন চুইং জাখানা ও প্রিন্টেলের মতো অসংখ্য পরিযায়ী পাখি সাঁতরাগাছি ঝিলে ভেসে বেড়াচ্ছে ৷

By

Published : Jan 21, 2022, 4:32 PM IST

More Than Thousands of Migratory Birds in Santragachhi Lake
More Than Thousands of Migratory Birds in Santragachhi Lake

হাওড়া, 21 জানুয়ারি : দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর ফের একবার পরিযায়ী পাখিদের ঢল সাঁতরাগাছির ঝিলে (Migratory Birds in Santragachhi Lake) ৷ সেই সঙ্গে ভোর থেকে বিকেল পর্যন্ত পাখিদের কলতানে মুখরিত সাঁতরাগাছি ঝিল সংলগ্ন এলাকা ৷ ঝাঁকে ঝাঁকে পাখিরা আকাশে উড়ে বেড়াচ্ছে ৷ ঝিলের জলে ভাসছে হুইসলিং ডাক, গার্ডওয়াল, বোন চুইং জাখানা ও প্রিন্টেলের মতো বিদেশি অতিথিরা ৷ পরিবেশ আদালতের নির্দেশ মতো বায়ো ডাইভার্সিটির সাহায্যে সাঁতরাগাছি ঝিলের পরিবেশগত মানোন্নয়নে ফলে শীতকালে ফের পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে ৷ আর সেই সঙ্গে পরিযায়ী পাখিদের লেন্সবন্দি করতে ক্যামেরা হাতে সাঁতরাগাছির ঝিলের পারে ভিড় করেছেন ফটোগ্রাফার এবং পাখিপ্রেমীরা ৷

এবারে সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ৷ গত 7 বছরের তুলনায় এবার পাখির সংখ্যা সবচেয়ে বেশি ৷ অতীতের নথি তাই বলছে ৷ আগামী কয়েকদিনে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ৷ এই মুহূর্তে সাঁতরাগাছি ঝিলে উত্তর-পশ্চিমের দেশগুলি থেকে আসা গার্ডওয়াল, বোন চুইং জাখানা, হুইসলিং ডাক ও প্রিন্টেলের মতো পরিযায়ী পাখি রয়েছে ৷ সবচেয়ে বেশি রয়েছে হুইসেল ডাক ৷

প্রায় 7 বছর পর সাঁতরাগাছির ঝিলে এত বিশাল সংখ্যায় পরিযায়ী পাখির আগমন ঘটেছে ৷ আর এর পিছনে অন্যতম কারণ হিসেবে জানা গিয়েছে, ঝিলের পরিবেশগত মানোন্নয়ন ৷ হাওড়া পৌরনিগমের তরফে জানানো হয়েছে, পরিবেশ আদালতের নির্দেশ মেনে বায়ো ডাউভার্সিটি মাধ্যমে ঝিলের দূষণ কম করা হয়েছে ৷ ঝিলের জলে কী পরিমাণ দূষণ রয়েছে, তা প্রতি 2 মাস অন্তর পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ আর সেই কাজ করছে ভারতীয় রেল ৷ ভারত ফাউন্ডেশন নামে এক সংগঠনের সদস্য জানান, গত এক বছর ধরে ঝিলের জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ৷ সেই রিপোর্ট অনুযায়ী, ঝিল সংস্কার এবং জলের দূষণ কমানোর কাজ চলছে (Pollution in Santragachhi Lake) ৷

আরও পড়ুন : করোনা আবহে পর্যটক শূন্য কুলিকে কমছে দূষণ; বাড়ছে পরিযায়ী পাখি

তবে, মাত্র এক বছরের চেষ্টায় এত বিপুল পরিবর্তন আসবে, তা ভাবতে পারেননি পরিবেশবিদরা ৷ আর তাঁদের অনুমানকে ভুল প্রমাণ করে এ বছর রেকর্ড সংখ্যায় পরিযায়ী অতিথিদের ভিড় সাঁতরাগাছির ঝিলে ৷ আর পরিযায়ী পাখি যেখানে, সেখানে পাখি প্রেমী ও ফটোগ্রাফারদের ভিড় যে হবে তা স্বাভাবিক ৷ তাই সাঁতরাগাছি ঝিলের মনোরম দৃশ্য লেন্সবন্দি করতে জমা হয়েছেন বহু পর্যটক ৷

আরও পড়ুন : 178 বছর পর দার্জিলিংয়ের সিঞ্চেল অভয়ারণ্যে মিলল বিলুপ্তপ্রায় পাখি

তেমনি এক পাখিপ্রেমী সমীর সাহা জানিয়েছেন, পরিযায়ী পাখির সংখ্যা অনেক থাকলেও, মূলত একধরনের পাখিই সবচেয়ে বেশি ৷ আর তা হল হুইসলিং ডাক ৷ এ ছাড়া গার্ডওয়াল ও প্রিন্টেলের মতো কিছু পাখিও এসেছে ৷ পাশাপাশি, আগে এমন অনেক পাখি সাঁতরাগাছির ঝিলে আসত ৷ যাদের দেখা এবার পাওয়া যায়নি বলে জানান তিনি ৷ আর এর পিছনে ঝিলে গজিয়ে ওঠা কচুরিপানাকে দায়ী করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, এই ঝিলে আশেপাশের পয়ঃপ্রণালীর জল এসে মিশছে ৷ ফলে জলে সহজেই কচুরিপানার মতো আগাছা জন্মাচ্ছে ৷ যার কারণে জলের দূষণ বাড়ছে ৷

গত কয়েক বছর ধরে ঝিল পরিষ্কারের কাজ চললেও, কচুরিপানা এখনও যথেষ্ঠ পরিমাণে রয়েছে ৷ এমনকি এনিয়ে পরিবেশ আদালতে মামলাও চলছে ৷ আর সেই মামলার প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বহু পাখিপ্রেমী ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details