পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Salim in Anish Khan's House : ঈদে আনিশের পরিবারের সঙ্গে সেলিম, দিলেন সুবিচারের আশ্বাস

আমতার মৃত ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে গেলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ ঈদের দিন আনিশের পরিবারের সঙ্গেই সময় কাটালেন তিনি (Mohammed Salim Spends Time With Anish Khan Family on Eid) ৷ পাশাপাশি, আনিশের পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷

Mohammad Salim Spend Time With Anish Khan Family on Eid
Mohammad Salim Spend Time With Anish Khan Family on Eid

By

Published : May 3, 2022, 3:11 PM IST

Updated : May 3, 2022, 4:56 PM IST

হাওড়া, 3 মে : ঈদের দিনে আনিশ খানের বাড়িতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আনিশের পরিবারের পাশে থেকে সুবিচার আদায়ের আশ্বাস দিলেন তিনি ৷ এ বার ঈদের উৎসবে সামিল হবেন না বলে গতকালই জানিয়েছিলেন মহম্মদ সেলিম ৷ বদলে এ দিন তিনি উপস্থিত হলেন হাওড়ার আমতায় মৃত ছাত্রনেতা আনিশ খানের বাড়িতে ৷ আনিশের পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলেই সেখানে গিয়েছেন বলে জানান এই বামনেতা (Mohammed Salim Spends Time With Anish Khan Family on Eid) ৷

গত 18 ফেব্রুয়ারি রহস্য়জনক ভাবে মৃত্যু হয় ছাত্রনেতা আনিশ খানের ৷ পরিবারের অভিযোগ ছিল, পুলিশই খুন করেছে তাঁকে ৷ এ নিয়ে রাজ্য সরকার সিট গঠন করলেও, ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে ৷ যদিও, কলকাতা হাইকোর্ট সিটের তদন্ত রিপোর্টের উপর এখনও নজর রাখছে ৷ তারই মাঝে এ দিন আনিশের বাড়িতে গিয়ে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন মহম্মদ সেলিম ৷

সেলিম অভিযোগ করেন, ‘‘সত্য গোপন করার চেষ্টা হচ্ছে ৷ আগে কোনও ঘটনা ঘটলে পুলিশের দ্বারস্থ হত মানুষ ৷ এখন দেখা যাচ্ছে বগটুই, হাঁসখালি সর্বত্র পুলিশই যুক্ত রয়েছে ৷ তোলাবাজি থেকে শুরু করে কয়লা, বালির টাকা নির্দিষ্ট পদ্ধতিতে পৌঁছচ্ছে কালীঘাটে ৷’’

আরও পড়ুন : Anish Khan Murder Case : আনিশ হত্যা মামলায় সিটের রিপোর্টে আপত্তি বিকাশের, হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের

তাঁর দাবি, ‘‘অপরাধীরা কখনওই আরেক অপরাধীকে শাস্তি দেবে না ৷ তাই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে ৷ আদালতকে আবেদন করা হচ্ছে তদন্ত যেন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয় ৷’’ মহম্মদ সেলিমের অভিযোগ, গ্রামীণ হাওড়ার এসপি আনিশ হত্যার সঙ্গে জড়িত ৷ তাই এসপিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ৷ তাঁর হুঁশিয়ারি, যদি অপরাধীরা ধরা না পড়ে তাহলে বামপন্থীরা অপরাধীদের রাতের ঘুম কেড়ে নেবে ৷ যাঁরা সুবিচারের পক্ষে, তাঁরা সকলে একত্রিত হবেন বলে বিশ্বাস সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷

আনিশের বাড়িতে সেলিম
Last Updated : May 3, 2022, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details