হাওড়া, 29 নভেম্বর: বুধবার বিকেলে হাওড়ার সাঁকরাইল এলাকাতে দলীয় কর্মসূচিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সাফ জবাব, সিএএ বলে আসলে ভোট ভাঙতে চাইছে বিজেপি । তিনি স্পষ্ট বলেন, "সিএএ আসলে ভোট ধরার কল, ভোট আসলে সিএএ-র কথা মনে হয় । আর ভোট মিটে গেলে সিএএ-র কথা ভুলে যান।"
এদিন নওশাদ আরও বলেন, "সুপ্রিম কোর্টে আমরা যে মামলাগুলো করেছি সেগুলোতে জিতলে তারপরে সিএএ নিয়ে কথা বলবে।" পাশপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মহার্ঘ্য ভাতা নিয়ে যে মন্তব্য করেছেন তাকে 'স্ববিরোধিতা' বলেও উল্লেখ করেন নওশাদ। তিনি বলেন, "আমি শুধু তাকে এটা স্মরণ করিয়ে দিতে চাই 2011 সালের আগে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের সমহারে যারা মহার্ঘ্য ভাতা দিতে পারে না তাদের সরকার চালানোর কোনও অধিকার নেই। আমি ওনার কথাকেই স্মরণ করিয়ে দিতে চাই। আর কোন মুখ্যমন্ত্রী বলছেন যিনি ক্ষমতায় আসার আগে ডবল ডবল চাকরির দেব বলেছিলেন । আর ক্ষমতায় আসার পরে চপ বিক্রির নিদান দিচ্ছেন। ওনার কথাটা সংবিধান, আইন বা আমাদের হক নয়।"