পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সিএএ আসলে ভোট ধরার কল', অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া নওশাদের - অমিত শাহ

Naushad Siddiqui reaction to Amit Shah: সিএএ আসলে ভোট ধরার কল বলে অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন নওশাদ সিদ্দিকী। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও এদিন কটাক্ষ করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। তাঁর সাফ জবাব, সিএএ বলে আসলে ভোট ভাঙতে চাইছে বিজেপি ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 10:57 PM IST

অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া নওশাদের

হাওড়া, 29 নভেম্বর: বুধবার বিকেলে হাওড়ার সাঁকরাইল এলাকাতে দলীয় কর্মসূচিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সাফ জবাব, সিএএ বলে আসলে ভোট ভাঙতে চাইছে বিজেপি । তিনি স্পষ্ট বলেন, "সিএএ আসলে ভোট ধরার কল, ভোট আসলে সিএএ-র কথা মনে হয় । আর ভোট মিটে গেলে সিএএ-র কথা ভুলে যান।"

এদিন নওশাদ আরও বলেন, "সুপ্রিম কোর্টে আমরা যে মামলাগুলো করেছি সেগুলোতে জিতলে তারপরে সিএএ নিয়ে কথা বলবে।" পাশপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মহার্ঘ্য ভাতা নিয়ে যে মন্তব্য করেছেন তাকে 'স্ববিরোধিতা' বলেও উল্লেখ করেন নওশাদ। তিনি বলেন, "আমি শুধু তাকে এটা স্মরণ করিয়ে দিতে চাই 2011 সালের আগে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, কেন্দ্রীয় সরকারের সমহারে যারা মহার্ঘ্য ভাতা দিতে পারে না তাদের সরকার চালানোর কোনও অধিকার নেই। আমি ওনার কথাকেই স্মরণ করিয়ে দিতে চাই। আর কোন মুখ্যমন্ত্রী বলছেন যিনি ক্ষমতায় আসার আগে ডবল ডবল চাকরির দেব বলেছিলেন । আর ক্ষমতায় আসার পরে চপ বিক্রির নিদান দিচ্ছেন। ওনার কথাটা সংবিধান, আইন বা আমাদের হক নয়।"

নওশাদের কথায়, "রাজ্যে সরকারি কর্মচারীদের অসংখ্য ছুটি দিয়ে তাদের বিলাসিতার জীবনের দিকে ঠেলে দিচ্ছেন, অথচ তাদের হকের প্রাপ্য দিচ্ছেন না।" সরকারি কর্মচারীরা কাজ করতে চান বলেই দাবি করেন নওশাদ। পাশপাশি বনগাঁর তৃণমূল নেত্রীর বাংলাদেশের নাগরিকদের দেশে এনে তাদের আধার, ভোটার কার্ডের পক্ষে যে সওয়াল করেছিলেন তার প্রেক্ষিতে নওশাদ বলেন, "এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের উচিত আইনত ব্যবস্থা নেওয়া। প্রতিবেশী দেশের লোকেদের নিয়ে এসে নির্বাচনে জেতার চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন আজকে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেন সেটা দেখেই বোঝা যাবে তাঁর বক্তব্য সঠিক না নাটক ।" অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়কে এমনই কটাক্ষ করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ।

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details