হাওড়া, 15 অগাস্ট: এক যুবককে গুলি করে খুনের চেষ্টা কয়েকজন দুষ্কৃতীর । হাওড়ার মল্লিক ফটক এলাকার ঘটনা । ওই যুবকের নাম আকাশ জয়সওয়াল (22) ৷
হাওড়ায় যুবককে গুলি করে খুনের চেষ্টা - দুষ্কৃতীদের গুলি
পেশায় আকাশ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৷ গতরাতে সে মল্লিক ফটক এলাকার দুধ গলির সামনে একটি পানের দোকানে গল্প করছিল ৷ সেই সময় হঠাৎ একটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী আকাশকে লক্ষ্য করে গুলি চালায় ৷
পেশায় আকাশ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৷ গতরাতে সে মল্লিক ফটক এলাকার দুধ গলির সামনে একটি পানের দোকানে গল্প করছিল ৷ সেই সময় হঠাৎ একটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী আকাশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলি আকাশের পেটে লাগে । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে । স্থানীয়রা তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ৷
তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷