হাওড়া, 30 অগস্ট: হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দফতরের মন্ত্রী অরূপ রায় । রাজ্যের সমবায় মন্ত্রী বলেন, "এই অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ৷ এই বিষয় নিয়ে আমি মঙ্গলবার রাতেই পরিবহণ দফতরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও আগামী 1 সেপ্টেম্বর বিধানসভার তাঁর সঙ্গে বৈঠক করব । এই নিয়ে যা প্রয়োজনীয় তা ব্যবস্থা নেওয়া হবে ।"
তবে ভেসেলের ফিটনেস সার্টিফিকেট নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান তিনি । এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি । তাঁর কথায়, "দুর্নীতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, সে যতই বড় হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । এর আগের 4 কোটি টাকা সমবায় দফতর থেকে ওদেরকে দেওয়া হয়েছে ।" মন্ত্রী আরও জানান, হুগলি নদী পরিবহণ সমিতি চলে তাদের নিজস্ব রোজগারের উপরে । রাজ্যের 36 হাজার সমবায় সমিতির মাইনে হয় সেখান থেকেই । যেহেতু ওই সংস্থার কর্মীদের মাসের বেতন বন্ধ ছিল তাই এর আগে তাদেরকে 4 কোটি টাকা দেওয়া হয়েছে ।