পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের বর্তমান আর্থিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যের বণিকসভাগুলির - নবান্নে প্রি বাজেট ইন্টারেক্টিভ সেশন

দেশজুড়ে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে বলে দাবি বণিকসভাগুলির। রাজ্যের বাজেট ইন্টারেক্টিভ সেশনে তার প্রতিফলন দেখা দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার নবান্নে অর্থমন্ত্রী জানান, বণিকসভাগুলি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির ও বর্তমান আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

Amit Mitra at Nabanna
কেন্দ্রের বর্তমান রাজনৈতিক পন্থা নিয়ে নবান্নে উদ্বেগ প্রকাশ রাজ্যের বণিকসভাগুলির

By

Published : Jan 14, 2020, 10:37 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: দেশজুড়ে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক পরিকাঠামোকে বিপর্যয়ের মুখে ফেলেছে বলে মঙ্গলবার নবান্নের প্রি বাজেট ইন্টারেক্টিভ সেশনে দাবি করল বণিকসভাগুলি ৷ এদিন, নবান্নে, অর্থমন্ত্রী অমিত মিত্র জানান যে বণিকসভাগুলি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি ও দেশের বর্তমান আর্থিক অবস্থা নিয়ে ইন্টারেক্টিভ সেশনে উদ্বেগ প্রকাশ করেছে ।

মঙ্গলবার নবান্নে প্রি বাজেট ইন্টারেক্টিভ সেশনে বণিকসভাগুলির সঙ্গে রাজ্যের তরফে রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয় ৷ আগামীতে কোন কোন বিষয়ে রাজ্যের নজরদারীর প্রয়োজন, সেই নিয়ে বণিকসভাগুলির কর্তাদের তরফে পরামর্শ দেওয়া হয় রাজ্যের অর্থমন্ত্রককে৷ পাশাপাশি তারা জানিয়েছে যে রাজ্যে উদ্যোগপতি বাড়াতে সহযোগিতা করবে বণিকসভাগুলি ৷ এছাড়াও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও তাঁদের সামাজিক সুরক্ষার উপরেও জোর দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে৷ আগামী রাজ্য বাজেটে এই বিষয়গুলির প্রতিফলন দেখা যেতে পারে বলে মন্তব্য অমিত মিত্রের ।

এদিন অমিত মিত্র বলেন, "GST-এর কারণে আমরা বিপদে আছি৷ সারা দেশের এক অবস্থা৷ 2015-2016 এর নিয়ম অনুযায়ী, GST-এর দ্বারা করের হারের বৃদ্ধি যদি 14%-এর কম হয় তাহলে সরকারকে সেটার ক্ষতিপূরণ দিতে হবে৷ কিন্তু সেই টাকা ঠিকমত দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । বর্তমানে ওই টাকা অত্যন্ত প্রয়োজনীয়৷"

কেন্দ্রের বর্তমান রাজনৈতিক পন্থা নিয়ে নবান্নে উদ্বেগ প্রকাশ রাজ্যের বণিকসভাগুলির

ABOUT THE AUTHOR

...view details