পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue : ডেঙ্গি নিয়ন্ত্রণে চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক হাওড়া পৌরনিগমের - হাওড়া পৌরনিগম

হাওড়ার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার কর্মীরা এলাকায় মশা মারার তেল নিয়মিত ছড়ায় না। অল্প বৃষ্টিতে এলাকায় জল জমে যায়। যার ফলে বাড়ছে মশার প্রাদুর্ভাব ৷ ডেঙ্গি রোগীর সংখ্যাও বাড়ছে। বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কিত শহরবাসী।

Howrah Municipal Corporation
ডেঙ্গি নিয়ন্ত্রণে চিকিৎসকদের নিয়ে জরুরী বৈঠক হাওড়া পৌরনিগমের

By

Published : Nov 15, 2021, 10:28 PM IST

হাওড়া, 15 নভেম্বর : হাওড়া শহরে বাড়ছে ডেঙ্গির গ্রাফ। এই পরিস্থিতি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাওড়া পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের ৷ তাই ডেঙ্গির প্রকোপ রুখতে ও পৌর এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে সোমবার হাওড়ার শরৎ সদনে বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠক করেন হাওড়া পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। সভায় 50 জনেরও বেশি চিকিৎসক উপস্থিত ছিলেন ৷

এদিন, সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এখন থেকে শহরের চিকিৎসকদের সঙ্গে পৌরনিগম নিয়মিত যোগাযোগ রেখে কাজ করবে। উল্লেখ্য, হাওড়া পৌরনিগম এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে সম্প্রতি ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে মধ্য হাওড়ার কদমতলা এলাকায় একটি 8 বছরের বাচ্চা মেয়ের ডেঙ্গিতে মৃত্যু হয়। মধ্য হাওড়ার টিকিয়াপাড়া, কদমতলা এলাকা ছাড়াও শিবপুর, সালকিয়া এবং বেলগাছিয়া এলাকায় ডেঙ্গির সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

হাওড়া পৌরনিগম সূত্রে খবর, এই পৌর এলাকায় গত দু'মাসে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা প্রায় 200। এদিনের বৈঠকে ডেঙ্গি নিয়ন্ত্রণে চিকিৎসকরা পৌরনিগমকে বেশ কিছু প্রস্তাব দেন। এছাড়াও পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরাও ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন। বৈঠকে ঠিক হয়েছে, হাওড়া শহরের চিকিৎসকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। যে গ্রুপের মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত তথ্যের আদান-প্রদান করা হবে।

আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট কমায় রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

তবে, হাওড়ার বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার কর্মীরা এলাকায় মশা মারার তেল নিয়মিত ছড়ায় না। অল্প বৃষ্টিতে এলাকায় জল জমে যায়। যার ফলে বাড়ছে মশার প্রাদুর্ভাব ৷ ডেঙ্গি রোগীর সংখ্যাও বাড়ছে। বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কিত শহরবাসী। যদিও হাওড়া পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছরে শহরে ডেঙ্গির প্রকোপ কম।

চিকিৎসকরা হাওড়া পৌরনিগমের এদিনের উদ্যোগকে স্বাগত জানালেও, এই উদ্যোগকে কটাক্ষ করেছে বিজেপি ৷ দলের রাজ্য কমিটির সদস্য উমেশ রাই বলেন,"হাওড়া পৌরনিগমের কাজ শুধু মিটিংয়ে শেষ হয়ে যায়। তার ফলে বাস্তবে কিছুই কাজ হয় না।"

ABOUT THE AUTHOR

...view details