হাওড়া, 25 অগস্ট:বৃহস্পতিবারসাঁকরাইলে দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে এভাবেই আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim Slams Bengal Govt) । তিনি দাবি করেন, রাজ্যের মানুষ জানতো তৃণমূলের সবাই চোর । তবে এখন দেখা যাচ্ছে সেখানে চোরেদের শ্রেণিভেদ আছে । কেউ দিদির কাছের চোর, কেউ বা ভাইপোর কাছের চোর ৷
পাশাপাশি রাজ্যে সমবায় দফতরে কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ করে জানান, রাজ্যের গ্রামীণ সমবায়গুলোতে চুরি করে সব ফাঁকা করে দেওয়া হয়েছে । সাধারণ মানুষের টাকা লুটেপুটে খাচ্ছে বর্তমান সরকার ৷ যে জায়গাতে ইউনিয়ন রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি সব কটাতে চুরির নজির তৈরি হয়েছে ।
আরও পড়ুন:সমবায় ব্যাংক দুর্নীতিতে নাম অরূপ রায়ের, অভিযোগ অস্বীকার মন্ত্রীর
পাশাপাশি তিনি দাবি করেন কয়লা, গরু এ সমস্ত খাতে নিজেরা 25% ও বাকি 75% দলকে দিয়ে চুরির কথা আগেই শোনা গিয়েছিল । আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছে থানার অধিকারিকরা বলেই দাবি করেন সেলিম । সাঁকরাইলের দলীয় সভা থেকে এদিন সেলিম আরও জানান, দিনের পর দিন ধরে সাধারণ মানুষকে লুট করা হয়েছে । সেই অর্থ ভাইপোর কাছে পৌঁছেছে ।
সাঁকরাইলে দলীয় সভায় সেলিম এদিন তিনি দাবি করেন, তৃণমূলে কে কে চোর সেটা বলার চেয়ে একজনের নাম বলা যে সে চোর নয়, সেটা সহজ কাজ হবে । তিনি অভিযোগ করে বলেন, "সারদা আর নারদাকাণ্ডে যারা অভিযুক্ত সেই সব লোকেরা আজকে দলের নেতা সাংসদ ও মুখপাত্র হয়ে বসে আছে । তিনি আরও জানান, তৃণমূলের ছোঁয়া যেখানে যেখানে লেগেছে সেখানেই চুরি হয়েছে । তাই সমবায় দফতরেও চুরি হয়েছে । এটা সংবাদ মাধ্যম জানত, পুলিশও জানত । তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা নিষেধ, তাই তারা বলেনি ।