পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Massive Fire in Howrah: ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন - কারখানায় বিধ্বংসী আগুন

ভোরে ঘুম ভাঙতে না ভাঙতেই আগুনের লেলিহান শিখা দেখে দমকলে খবর দেন স্থানীয়রা ৷ একটি কারখানা থেকে আগুন ছড়িয়ে ভয়াবহ রূপ নিয়েছে হাওড়ার ফরশোর রোডে ৷ ঘটনাস্থলে দমকলের 15 টি ইঞ্জিন ৷

ETV Bharat
হাওড়ার গুদামে ভয়াবহ আগুন

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 9:16 AM IST

Updated : Nov 10, 2023, 10:03 AM IST

ফরশোর রোডের কারখানায় ভয়াবহ আগুন

হাওড়া, 10 নভেম্বর: বিধ্বংসী আগুন লাগল গুদামে ৷ শুক্রবার ভোর ছ'টা নাগাদ কালো ধোঁয়াতে ভরে যায় হাওড়ার ফরশোর রোড এলাকা ৷ স্থানীয় হাওড়া জুটমিলের একটি সুতোর কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে থেকেও আগুনের ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছে ৷ ভিতরে কেউ আটকে আছেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷ এই এলাকায় পাশাপাশি কারখানা এবং গুদাম রয়েছে ৷

আগুন দেখে স্থানীয়রা হাওড়া থানাতে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 10 টি ইঞ্জিন ৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও 5 টি ইঞ্জিন আনা হয় ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে হাওড়া ও শিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী ৷ ফরশোর রোডের একটা দিক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ৷

আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের ৷ কীভাবে আগুন লাগল, তার কারণ স্পষ্ট জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলেই মনে করছেন দমকলের আধিকারিকরা ৷ আগুন ছড়িয়ে পড়ার ভয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে আছে ৷

ঘটনাস্থলের কাছেই রয়েছে পেট্রল পাম্প ৷ সেখানে আগুন ছড়ালে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারে ৷ তাই পেট্রল পাম্পও বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গোটা কারখানাটির চারদিক দিয়ে ঘিরে রেখেছেন দমকলের আধিকারিকরা ৷ চারপাশ থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে ৷ তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি ৷ দমকলের আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হতে পারে বলেই সূত্রের খবর ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে যাত্রীবাহী ট্রেনের পাঁচটি কামরায় ভয়াবহ আগুন

Last Updated : Nov 10, 2023, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details