শিবপুর, 28 এপিল : প্রতিদিনই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্য দফতরের মাথায় যা চিন্তার ভাঁজ ফেলছে । কোমড় বেঁধে নেমেছেন প্রশাসন থেকে স্বাস্থ্য দফতর, সাধারণের মানুষের মধ্যে সচেতনতা ফেরাতে কোমর বেঁধে নেমেছে । বিভিন্ন জায়গায় প্রশাসনের পক্ষ থেকে জোর করে সাধারণ মানুষকে পড়ানো হচ্ছে মাস্ক ৷ মাস্ক না পড়লে হচ্ছে জরিমানা ।
শুধু তাই নয় বিভিন্ন জায়গায় চলছে সাফাইয়ের কাজ । অফিস দফতরে চলছে স্যানিটাইজ়েশনের কাজ । বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানা রকম বিধি নিষেধ । শ্মশানে শ্মশানে বাড়ছে মৃতের সংখ্যা ৷ করোনার সেই চিত্র হাওড়া পুরসভা পরিচালিত হাওড়া শিবপুর শ্মশানেও ৷ কিন্তু সেখানে যথাযথ পরিষ্কার হচ্ছে না বলেই অভিযোগ । যত্রতত্র ছড়িয়ে রয়েছে পি পি কিট, মাস্ক ,হ্যান্ড গ্লাভস, এবং করোনা রোগীকে মুড়ে নিয়ে আসা প্লাস্টিকের ব্যাগ । ব্যবহৃত জিনিসগুলোকে জ্বালিয়ে দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেননি কর্তৃপক্ষ । এই অবস্থায় বাড়ছে সংক্রমণের ভয় ৷ চিন্তায় সাধারণ মানুষ ৷