সাঁকরাইল, 3 নভেম্বর:বেশ কয়েক বছর ধরেই হাওড়ার (Howrah) সাঁকরাইল ব্লকের অন্তর্গত মাশিলার শহিদ মাঠ সংলগ্ন এলাকায় চলছিল স্থানীয় ডাকঘর (Mashila Post Office) ৷ এই ডাকঘর স্থানীয় বাসিন্দাদের বড় ভরসা ৷ তাঁদের অনেকেরই অ্য়াকাউন্ট রয়েছে মাশিলা ডাকঘরে ৷ ফলে এই ডাকঘর মারফত তাঁরা অনেক টাকার লেনদেন করেন ৷ এর জেরে রোজই শহিদ মাঠ সংলগ্ন ডাকঘরে গ্রাহকদের ভিড় উপচে পড়ত ৷ কিন্তু, হঠাৎ করে এলাকাবাসী ও গ্রাহকদের কিছু না-জানিয়েই ডাকঘর স্থানান্তরিত করা হয় বলে অভিযোগ ৷ এতে বেজায় বিপাকে পড়েছেন উপভোক্তারা ৷ যদিও ডাকঘর কর্তৃপক্ষের দাবি, সবেমাত্র 1 নভেম্বর ডাকঘরের জায়গাবদল করা হয়েছে ৷ 15 দিনের মধ্যেই গ্রাহকদের কাছে সেই তথ্য পৌঁছে যাবে !
অন্যদিকে, গ্রাহকদের বক্তব্য হল, তাঁরা এই ঘটনায় যথেষ্ট অবাক হয়েছেন ৷ কারণ, ডাকঘরের আগের ঠিকানায় এখন তালা ঝুলছে ৷ সেখানে এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তিও লাগানো হয়নি ৷ নতুন ডাকঘর কোথায়, তার হদিশ দেওয়ার মতোও সেখানে কেউ নেই ! এই প্রসঙ্গে মাশিলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধি প্রদীপ রায় বলেন, "আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি ৷ আজ এসে দেখলাম পোস্ট এখানে উঠে এসেছে ৷ আগাম জানা থাকলে আমরা এলাকাবাসীকে এই বিষয়ে অবগত করতে পারতাম ৷ তাতে তাঁদের হয়রানি কম হত ৷"