হাওড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হাওড়া, 22 অগস্ট:ওভারটেক করতে গিয়ে হাওড়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ৷ আহত হয়েছেন একাধিক যাত্রী । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হাওড়ার দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি এলাকায় ৷ গুরুতর অবস্থায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে একটি মিনি বাস হাওড়া থেকে বাঁকড়ার দিকে যাচ্ছিল এবং অপর আরেকটি 63 নম্বর বাস বাঁকড়া থেকে হাওড়ার দিকে আসছিল । সেসময় আচমকাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে । ঘটনার আচম্বিকতায় দুটি বাসের মধ্যে থাকা একাধিক যাত্রীরা গুরুতর আহত হন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিশ । এরপর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বেশ কিছু যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায় ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, পার্ক সার্কাস-বাঁকড়াগামী বাসটি ডোমজুড়রগামী একটি বাসকে প্রচণ্ড গতিতে ওভারটেক করে । ঠিক সেই সময়ে মুখোমুখি চলে আসে হাওড়া-বাঁকড়াগামী আরেকটি বাস । দুর্ঘটনার জেরে বাঁকড়াগামী বাসের চালক ভেতরে আটকে যায় ৷ তাঁকে বাসের সামনের অংশ ভেঙে উদ্ধার করা হয় । স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্থ দুটি বাসকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । যদিও কীভাবে দুটি বাসের সংঘর্ষ হল, বিষয়টি খতিয়ে দেখছে দাসনগর থানার পুলিশ । তবে মঙ্গলবারের এই দুর্ঘটনাতে কারোর প্রাণহানি ঘটেনি বলেই পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন:চলন্ত লরিতে ঘুমিয়ে পড়লেন চালক ! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মালগাড়িতে
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন অত্যধিক গতিতেই বাঁকড়া-পার্ক সার্কাস মিনিবাসগুলো এখান দিয়ে যাতায়াত করে । এই ধরণের ঘটনাতে যথেষ্টই বিরক্ত তারা । এর আগেও এই এলাকায় রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা জানিয়েছে ৷ তাদের দাবি, পুলিশ আরও তৎপর হোক ৷ নয়তো এরকম ঘটনা আবারও ঘটবে ৷ অফিস টাইমে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ব্যস্ততম বালিটিকুরি এলাকায় ৷