শিবপুর, 12 নভেম্বর : সুন্দরবন নয়, লবণাক্ত জলের উদ্ভিদ ম্যানগ্রোভের এখন নতুন ঠিকানা তিলোত্তমা সংলগ্ন গঙ্গার পাড় । বোটানিকাল গার্ডেন ।
শুনতে অবাক লাগলেও, সামনে এসেছে এমন ঘটনাই । এশিয়ার সব থেকে বড় বোটানিকাল গার্ডেন শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিকাল গার্ডেন ৷ আর এখানেই গঙ্গার পাড় বরাবর উঁকি দিচ্ছে হারগোজা, বাইন, ওঁরাও, কৃপাণের মত ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল । বোটানিকাল গার্ডেন থেকে শুরু করে বেলুড় পর্যন্ত গঙ্গার পাড় বরাবর ছড়িয়ে-ছিটিয়ে প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে এমন গাছ ।
নোনা জলের ম্যানগ্রোভকে গঙ্গার মিষ্টি জলে জন্মাতে দেখে প্রথমে চোখ কপালে উঠেছিল উদ্ভিদ বিশেষজ্ঞদের । কিন্তু পরে তাঁরা পরীক্ষা করে বোঝেন এই পুরোটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলে । বোটানিক্যাল গার্ডেনের উদ্ভিদ বিজ্ঞানী বসন্ত সিংহ জানান, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে । সেই নোনা জল ক্রমশ ঢুকে পড়ছে সমুদ্র থেকে একশো কুড়ি কিলোমিটারেরও বেশি দূরত্বে থাকা কলকাতা ও হাওড়া শহর সংলগ্ন গঙ্গায় । আর এ ভাবেই গঙ্গার জলে তৈরি হচ্ছে ম্যানগ্রোভ জন্মানোর অনুকূল পরিস্থিতি ।