পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mangalahat Businessman Agitation : করোনা সংক্রমণের জেরে বন্ধ মঙ্গলাহাট, প্রতিবাদে পথ অবরোধ ব্যবসায়ীদের - Mangalahat Close Due to Covid Surge

করোনার জেরে হাওড়ার মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন (Mangalahat Close Due to Covid Surge) ৷ তারই প্রতিবাদে এবার পথ অবরোধ করলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ৷ পরে আলোচনার আশ্বাস দেওয়া হলে অবরোধ তোলেন তাঁরা (Mangalahat Businessman Agitation) ৷

Mangalahat Close Due to Covid Surge
Mangalahat Close Due to Covid Surge

By

Published : Jan 9, 2022, 5:15 PM IST

হাওড়া, 9 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে সুপার স্প্রেডারের ভূমিকা নিতে পারে হাওড়ার মঙ্গলাহাট (Mangalahat Close Due to Covid Surge) ৷ তাই গত 6 জানুয়ারি প্রশাসনের তরফে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ ব্যবসায়ীরা হাটে আসেন বেচাকেনার জন্য ৷ ফলে পুলিশ ব্যবসায়ীদের বাধা দিলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ হাওড়া ময়দানে রাস্তা অবরোধ করেন তাঁরা ৷ ব্যবসায়ীদের অভিযোগ, হাওড়া ও কলকাতার সব হাট খোলা রয়েছে ৷ কেবল মঙ্গলাহাটকে বন্ধ করা হচ্ছে ৷ প্রসঙ্গত, আগামী 15 জানুয়ারি পর্যন্ত মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া প্রশাসন ৷

6 জানুয়ারি প্রশাসনিক বৈঠকে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীরা আগেই জানতে পেরেছিলেন ৷ তারপরেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তাঁরা ৷ রবিবার প্রায় সব ব্যবসায়ী হাটে তাঁদের জিনিসপত্র নিয়ে চলে আসেন ৷ কিন্তু, পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা (Mangalahat Businessman Agitation) ৷ শেষে হাওড়া ময়দানে রাস্তা অবরোধ করেন ৷ যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় সেখানে ৷ তাঁদের প্রশ্ন, কেন খালি মঙ্গলাহাটকেই বন্ধ করা হচ্ছে ৷ মঙ্গলাহাট থেকেই শুধু সংক্রমণ ছড়াবে এই ধারণা কেন ? প্রশ্ন ব্যবসায়ীদের ৷

আরও পড়ুন : BJP candidate Arrested : 50 জন কর্মী নিয়ে ভোটের প্রচার ! চন্দননগরে বিজেপি প্রার্থী সহ গ্রেফতার সাত

ব্যবসায়ীদের প্রশ্ন, হাওড়া ও কলকাতার অন্যান্য সব হাট নিয়মিত খোলা থাকছে ৷ তাহলে সেখান থেকে কি সংক্রমণ ছড়াবে না ? অন্যদিকে, ব্যবসায়ীদের বিক্ষোভের খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ৷ পুলিশের তরফে বুঝিয়ে ব্যবসায়ীদের অবরোধ তোলা হয় ৷ সোমবার মঙ্গলাহাট খোলার বিষয়টি নিয়ে হাওড়া শরৎ সদনে বৈঠক হবে ৷ সেখানেই হাট খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details