পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাপ্য টাকা চাইতে যাওয়ায় মারধর,মৃত ব্যক্তি - প্রাপ্য টাকা চাইতে যাওয়ায় মারধর

মেয়ের বিয়ে উপলক্ষে নিজের জমানো টাকা ফেরত চাইতে গিয়েছিলেন সাহাবুদ্দিন । টাকা চাইতে গেলে সাহাবুদ্দিনকে স্ত্রী ও মেয়ের সামনেই মারধর করে অভিযুক্ত এজাজুল ।

মৃত ব্যক্তি
মৃত ব্যক্তি

By

Published : Jan 10, 2021, 8:25 PM IST

উলুবেড়িয়া, 10 জানুয়ারি : চিটফান্ড এজেন্টের কাছে প্রাপ্য টাকা চাইতে গিয়ে এজেন্টের মারধরের ফলে মৃত্যু হল এক ব্যক্তির । এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার চেঙ্গাইল কাজিপাড়া এলাকায় । মৃত ব্যক্তির নাম কাজি সাহাবুদ্দিন (৪৬) ।

এলাকার এক চিটফান্ড এজেন্ট এজাজুল কাজির কাছে ১৮ হাজার টাকা জমা রেখেছিলেন সাহাবুদ্দিন । অভিযোগ তাঁর বড় মেয়ের বিয়ে উপলক্ষে সেই টাকা চাইতে গিয়েছিলেন সাহাবুদ্দিন এর স্ত্রী পাখিজা বেগম । সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেন এজাজুল । পরে স্বামী, স্ত্রী ও মেয়ে তিনজনেই এজাজুলের কাছে টাকা চাইতে গেলে সাহাবুদ্দিনকে স্ত্রী ও মেয়ের সামনেই মারধর করে অভিযুক্ত এজাজুল । সেখান থেকে বাড়ি ফেরার সময় তাদের দেখা হয় এজাজুলের বাবার সঙ্গে । তিনি সাহাবুদ্দিনকে বাড়িতে ডেকে নিয়ে যান মীমাংসার জন্য । অভিযোগ, বাড়ির ভিতর নিয়ে গিয়ে সাহাবুদ্দিনকে মারধরের পর ইট দিয়ে মাথায় আঘাত করা হয় । তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে সেখান থেকে পালিয়ে যায় এজাজুল ।

উলুবেড়িয়া থানার চেঙ্গাইল কাজিপাড়া এলাকার ঘটনা

আরও পড়ুন : ভোগের প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামবাসী

স্থানীয় বাসিন্দারা সাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এই ঘটনায় পুলিশ এজাজুলের পরিবারের চার জনকে আটক করে । তবে মূল অভিযুক্ত এজাজুল এখনও পলাতক ।

ABOUT THE AUTHOR

...view details